আজকাল ওয়েবডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাই হোপের আউট হওয়ার ধরন ইতিহাসের পাতায় নাম তুলে নিল। খেলা ছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মধ্যে। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের শাই হোপ ২৮ বলে ৩৯ রানে ব্যাট করছিলেন। তিনটি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ছিল শাই হোপের ইনিংস। এর পরেই তার মাথা আর কাজ করেনি।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বোলার টেরেন্স হাইন্ডস অফস্টাম্পের অনেক বাইরে বল করেছিলেন। শাই হোপ আগেই স্থির করেছিলেন তিনি রিভার্স র্যাম্প শট মারবেন। আর এই শট মারতে গিয়েই তিনি হিট উইকেট হন।
আরও পড়ুন: 'কারও গলগ্রহ হয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভাল', মোহনবাগানের ডিফেন্ডার এখন আট হাজার টাকার কেয়ারটেকার...
গায়ানার ইনিংসের ১৫-তম ওভারের প্রথম ডেলিভারির ঘটনা। মিডিয়াম পেসার টেরেন্স হাইন্ডস অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি করেন। সেই স্লোয়ার ডেলিভারি অফ স্টাম্পের অনেক বাইরে চলে যায়।
শাই হোপ সেদিকে পা বাড়িয়ে রিভার্স র্যাম্প শট খেলার চেষ্টা করেন। কিন্তু এত বাইরের বল যে ব্যাটের নাগাল পাননি। মারতে গিয়ে তাংর ব্যাট স্টাম্প নড়িয়ে দেয়। শাই হোপ ব্যাট চালালেও তাঁর ব্যাটের সুইং নিয়ন্ত্রণে ছিল না। হিট উইকেট করে বসেন তিনি। ওয়াইড বলে হিট উইকেট হয়েছেন ব্যাটসম্যান স্মণকালের মধ্যে তা শোনা যায়নি। শাই হোপ ওয়াইড বলে হিট উইকেট হয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন। হোপ ফেরার সময়ে দেখছেন আম্পায়ার ওয়াইডের ইশারা করছেন।
Unbelievable scenes! ????
— CPL T20 (@CPL)
Hit wicket off a wide! ????#CPL25 #TKRvGAW #CricketPlayedLouder #BiggestPartyInSport #Sky365 pic.twitter.com/L89OhDqcuBTweet by @CPL
হোপ যখন হিট উইকেট হয়ে ফিরে যান, তখন গায়ানার অবস্থা ভাল ছিল না। হোপ বিদায়ের পর তিন ওভারে সেরকম রান তোলা যায়নি। ১৭ ওভার শেষে রান ছিল ৭ উইকেটে ১১৭। ওভার শেষের দিকে ঝড় তোলেন ডোয়েন প্রিটোরিয়াস। তিনি ১৬ বলে ২১ রান করেন। অন্যদিকে স্যামসন ১৯ বলে ২৫ রান করেন। শেষ তিন ওভারে ৪৬ রান তোলে গায়ানা।
হাতে ১৬৩ রানের পুঁজি। টি-টোয়েন্টি ফরম্যাটে এই রান করে ম্যাচ জেতা সম্ভব নয়। গায়ানার রান তাড়া করতে নেমে ত্রিনবাগো ১৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় ৬ উইকেটে। রান তাড়া করতে নেমে ঝড় তোলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের দুই ওপেনার। ৪৩ বলে ৭৪ রান করন অ্যালেক্স হেলস। ৩০ বলে ৫২ রান করেন কলিন মুনরো। শেষ দিকে আন্দ্রে রাসেল চটজলদি ১৪ বলে অপরাজিত ২৭ রানে ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে দেন।
আরও পড়ুন: ধোনিকে বিরাট দায়িত্ব বোর্ডের, কিন্তু কাঁটা যে গম্ভীর...মাহি কী করবেন?
