আজকাল ওয়েবডেস্ক: রবিবার নিজের ৬০তম জন্মদিন পালন করেন শাহরুখ খান। বিশেষ উপলক্ষে কয়েকজন ফ্যানদের সঙ্গে দেখাও করেন। জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভেসে যান কিং খান। বিনোদন এবং ক্রীড়াক্ষেত্র ছাড়াও বিভিন্ন জগতের লোকেরা তাঁকে অভিনন্দন জানায়। ক্রীড়াজগৎ থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁকে বার্তা পাঠান গৌতম গম্ভীর, সঞ্জীব গোয়েঙ্কা, রিঙ্কু সিং প্রমুখ। কেকেআরের গুরুত্বপূর্ণ সদস্য রিঙ্কু। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'সর্বকালের সেরা। শুভ জন্মদিন স্যার।' রিঙ্কুর এই পোস্টের জবাব দেন শাহরুখ। পাল্টা প্রশ্নও করেন। তিনি লেখেন, 'ধন্যবাদ রিঙ্কু। অনেক ভালবাসা। তোমার বিয়ে কবে?'
৮ জুন প্রিয়া সরোজের সঙ্গে বাগদান হয় কেকেআরের তারকা ক্রিকেটারের। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনীতি ও ক্রিকেটমহলের সীমিত কিছু অতিথির উপস্থিতিতে লখনউয়ের সেন্ট্রাম হোটেলে জীবনের নতুন ইনিংসের পথে এগিয়ে যান রিঙ্কু এবং সরোজ। প্রবীণ কুমার, পীযূষ চাওলার মতো প্রাক্তন ক্রিকেটার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উত্তরপ্রদেশের রঞ্জি দলের অধিনায়ক আরিয়ান জুয়েল ছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব, প্রিয়া সরোজের ঘনিষ্ঠ বন্ধু ইকরা হাসান, সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা অধ্যাপক রামগোপাল যাদব এবং কংগ্রেস নেতা রাজীব শুক্লা এসেছিলেন বাগদান অনুষ্ঠানে। ২৫ বছর বয়সে লোকসভা নির্বাচনে জিতে মছলিশহর আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। নির্বাচনে বিজেপির প্রভাবশালী নেতা বিপি সরোজকে পরাজিত করে সকলকে চমকে দেন প্রিয়া। প্রিয়া সরোজ সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তাঁর উজ্জ্বল অ্যাকাডেমিক কেরিয়ার এবং পেশাগত প্রোফাইল তাঁকে রাজনীতির মঞ্চে আরও শক্তিশালী করে তুলেছে। একটি সাক্ষাৎকারে দু'জনের পরিচয়ের কথা জানান রিঙ্কু। কেকেআরের তারকা ক্রিকেটার জানান, ২০২২ সালে কোভিড চলাকালীন তাঁর সঙ্গে পরিচয় হয় সরোজের। তখন মুম্বইয়ে আইপিএল চলছিল। সোশ্যাল মিডিয়ায় দু'জনের প্রেম শুরু। যা শেষপর্যন্ত গড়ায় পরিণয়ে।
