আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন নয়। বহু যুগ ধরে চলে আসছে। ভারত, পাকিস্তান সব দেশেই এক চিত্র। রবি শাস্ত্রী থেকে শুরু করে ইমরান খান, বর্তমানে বিরাট কোহলি, কেএল রাহুল। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক চিরকালীন। সম্প্রতি এই নিয়ে সরব হলেন পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। একটি শোয়ে যোগ দিয়ে তাঁদের বিরুদ্ধে এই অভিযোগের প্রসঙ্গে মন্তব্য করেন পাক ক্রিকেটার। পাকিস্তানের অভিনেত্রী এবং টিকটকারদের অভিযোগ, ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় তাঁদের মেসেজ করে। এই প্রসঙ্গে শোয়ে শাদাবকে প্রশ্ন করা হয়। অ্যাঙ্কর জিজ্ঞেস করেন, 'সত্যিই কি ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী এবং টিকটকারদের বার্তা পাঠায়? নাকি শুধুই ভুয়ো দাবি?' তাঁর উত্তরে শাদাব বলেন, 'যদি কোনও ক্রিকেটার অভিনেত্রী বা টিকটকারদের মেসেজ পাঠায়, তাতে কোনও ভুল নেই। যদি অভিনেত্রীদের ভাল না লাগে, তাহলে তাঁরা তার উত্তর দেবে না।' 

মুখের ওপর যোগ্য জবাব দেন পাক ক্রিকেটার। এখানেই থামেননি। শাদাব বলেন, দুই হাতে তালি বাজে। অভিনেত্রীরা মেসেজের উত্তর না দিলে বিষয়টি সেখানেই থেমে যাবে। পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটার দাবি করেন, অনেক ক্ষেত্রেই বিষয়টি বাড়িয়ে বলেন অভিনেত্রীরা। শাদাব বলেন, 'অভিনেত্রীরা মেসেজের উত্তর না দিলে, তাঁরা আর কোনও মেসেজ পাবে না। কিন্তু উত্তর দেওয়ার পর পাল্টা উত্তরের অপেক্ষা করার পাশাপাশি এই অভিযোগ করার কোনও মানে হয় না। আমি কয়েকজন অভিনেত্রীর ভিডিও দেখেছি। তাঁরা অনেক কিছু দাবি করে। কিন্তু সব ক্ষেত্রে সেটা সত্যি হয় না। অনেক সময় বাড়িয়ে বলা হয়।' পাকিস্তানের ক্রিকেটার মনে করেন, কোনও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন নজরে আসতে এই সমস্ত কীর্তিকলাপ করেন অভিনেত্রীরা। নির্দিষ্ট কারোর নাম না করেই এই কথাগুলো বলেন শাদাব। সম্প্রতি শাহ তাজ খান নামক একজন টিকটকার দাবি করেন, তাঁর সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারের বন্ধুত্ব রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা বার্তা বিনিময় করেছে। পাকিস্তানের অভিনেত্রী মোমিনা ইকবাল এবং নওয়াল সাঈদও জানান, পাকিস্তানের ক্রিকেটাররা তাঁদের নিয়মিত মেসেজ করে।