আজকাল ওয়েবডেস্ক: গ্যারি কার্স্টেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভি। তিনি জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার নিজেই পিসিবি-র সঙ্গে চুক্তি ভেঙে বেরিয়ে এসেছেন। চুক্তির কিছু শর্তও ভঙ্গ করেছেন কার্স্টেন। এর বেশি কিছু বলতে চাননি নকভি।
গ্যারি কার্স্টেন অবশ্য এখনও মুখ খোলেননি। কিন্তু তিনি আচমকা কোচের পদ ছেড়ে দেওয়ায় পাকিস্তান ক্রিকেটে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে পাকিস্তান ক্রিকেট ফের অন্ধকার থেকে আলোর পথে। সাদা বলের ফরম্যাটে নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে।
এর মধ্যেই খবর, দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেন আচম্বিতেই পাকিস্তানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের কোচ ছিলেন কার্স্টেন। অস্ট্রেলিয়া সিরিজের আগেই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা।
পাকিস্তানের লাল বলের কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জেসন জিলেসপি। সাদা বলের দায়িত্ব দেওয়া হয়েছিল কার্স্টেনকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার সরে যাওয়ায় অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরে জেসন জিলেসপির হাতেই দেওয়া হয়েছে কোচের রিমোট কন্ট্রোল।
