আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরেই বসছে এশিয়ান গেমসের আসর। আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি–নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের আসর। এর আগের বার মোট ২৮টা সোনা জিতে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। যার মধ্যে দু’টি এসেছিল পুরুষ ও মহিলা ক্রিকেট থেকে। এবার কবে শুরু এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্ট? পদকের ম্যাচই বা কবে জেনে নিন।
এবছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। তবে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়ে যাবে দু’দিন আগেই। ভারতের পুরুষ ও মহিলা দল, উভয়ই অংশগ্রহণ করবে। এবারও টি–২০ ফরম্যাটে প্রতিযোগিতা চলবে। পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর। প্রাথমিক কোয়ালিফায়ারের ৬টি ম্যাচ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১ অক্টোবর দু’টি সেমিফাইনাল। ৩ অক্টোবর ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেলের ম্যাচ। অন্যদিকে এশিয়ান গেমসে মহিলাদের ম্যাচ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। ১৭, ১৮ চলবে ৪টি কোয়ার্টার ফাইনাল। ২০ সেপ্টেম্বর দু’টি সেমিফাইনাল। ২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেলের ম্যাচ।
পুরুষদের টুর্নামেন্টে ১০টি দল খেলবে। তার মধ্যে চারটি শীর্ষ বাছাই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছ’টি দল বাছাই পর্বের ম্যাচ খেলবে। প্রত্যেকদিনই দু’টি করে ম্যাচ হবে। তার মধ্যে একটি হবে ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায়, আরেকটি সাড়ে দশটায়। তবে ভারতের ম্যাচের সময়সূচি জানানো হয়নি।
এটা ঘটনা, এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমসের আসরে ক্রিকেট থাকছে। ভারতের পুরুষ ও মহিলা দল, উভয়ই একবার চ্যাম্পিয়ন হয়েছে। গতবার যথাক্রমে রুতুরাজ গায়কোয়াড় ও হরমনপ্রীত কৌর নেতৃত্ব দিয়েছিলেন। উল্লেখ্য, ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, বুধবারই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। ভদোদরায় জেতার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে আপাতত ১–০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।
রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বদলের সম্ভাবনা। অন্তত একটি বদল তো হবেই। ভদোদরায় চোট পেয়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে দিল্লির তরুণ ব্যাটার আয়ূষ বাদোনিকে। তাঁর অভিষেক হতে পারে রাজকোটে। অথবা খেলানো হতে পারে ধ্রুব জুরেলকে। তিনি খেললে তাঁরও অভিষেক হবে একদিনের আন্তর্জাতিকে। তবে পাল্লা একটু ভারী বাদোনির দিকে।
