আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড এখন সৌদি আরবে। বিশ্ব সেরা ফুটবলারদের উপস্থিতি সৌদি প্রো লিগে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা খেলছেন। খেলছেন করিম বেনজিমা। নেইমারও রয়েছেন। সব ঠিক ঠাক থাকলে নেইমার-রোনাল্ডোদের পদাঙ্ক অনুসরণ করতে পারেন ভিনিসিয়াস জুনিয়রও। আগামী দু-এক বছরের মধ্যে ভিনি জুনিয়র যদি মরু শহরে খেলতে যান, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি প্রো লিগের সিইও ওমর মুগারবেল বলেছেন, ভিনিসিয়াস জুনিয়রকে সৌদি প্রো লিগে দেখাটা কেবল সময়েরই অপেক্ষা।
অনেকেই অবশ্য মনে করছেন, বিশ্ব সেরা ফুটবলাররা আকাশছোঁয়া অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাবে সই করছেন। একে স্পোর্টসওয়াশিং এর অংশ বলেই মনে করা হচ্ছে।
সৌদি প্রো লিগের সিইও ওমর মুগারবেল বলেছেন, ''আমাদের লিগ নিয়ে সারা বিশ্বের আগ্রহ এখন তুঙ্গে। বিশ্বের ১৬০টি দেশে আমাদের লিগের খেলা সম্প্রচারিত হয়। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই দেখা যায় এই লিগ।
শুধুমাত্র অর্থের টানেই বিশ্বসেরা ফুটবলাররা খেলতে আসছেন সৌদি মুলুকে। নেইমার যে অর্থ উপার্জন করছেন, তাতে অনেকেই বিস্মিত হবেন। প্রত্যেক ফুটবলার উপার্জান করছেন প্রচুর। ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা ফুটবলার সৌদি-মুলুকে খেলতে এলে তাঁর দাম যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
বিশাল অঙ্কের অর্থের হাতছানি উপেক্ষা করা সম্ভব হয়নি রোনাল্ডোদের পক্ষে। ভিনিসিয়াস জুনিয়রকে সৌদির ক্লাবে খেলার প্রস্তাব দেওয়া হলে তিনি কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবেন? ভিনি জুনিয়রকে নিয়ে এমন প্রশ্নই ঘোরাফেরা করছে।
ওমর মুগারবেলের কথা ঠিক হলে, ভিনিসিয়াসের সৌদি আরবে আসা কেবল সময়ের অপেক্ষা।
