আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনের গালারিতে শচীন কন্যা সারা তেন্ডুলকার। গাব্বায় যখন ভারত ফিল্ডিং করছে, তখনই গ্যালারিতে দেখা গেল সারাকে। মন দিয়ে খেলা দেখছেন তিনি। ভারতকে সমর্থন করতে ব্রিসবেনে হাজির হয়েছেন সারা। গ্যালারিতে সারার পাশেই দেখা গেল জাহির খান ও হরভজন সিংকে। দুই প্রাক্তন ক্রিকেটার সারার ঠিক পিছনেই বসেছিলেন।
যদিও বৃষ্টির জন্য ব্রিসবেনে এখনও অবধি মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে প্রথমদিন। অস্ট্রেলিয়া তুলেছে বিনা উইকেটে ২৮ রান।
এটা ঘটনা, ভারতীয় দলের তরুণ ব্যাটার শুভমান গিলের সঙ্গে শচীন কন্যা সারার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। দু’জনকে একসঙ্গে একাধিকবার নানা জায়গায় দেখা গিয়েছে। যদিও দু’জনে এই বিষয়ে এখনও মুখ খোলেননি। এর আগেও ভারতের খেলা দেখতে বিভিন্ন মাঠে গিয়েছেন সারা। বিশ্বকাপ সেমিফাইনালে ওয়াংখেড়েতেও উপস্থিত ছিলেন।
এদিন অবশ্য ভারত ফিল্ডিং করায় শুভমানের ব্যাট করার সুযোগ হয়নি। হয়ত দ্বিতীয়দিন ব্যাট করবে ভারত। তাই রবিবারও ব্রিসবেনের গ্যালারিতে সারাকে দেখতে পাওয়ার সমূহ সম্ভাবনা।
এদিকে, বর্ডার গাভাসকার ট্রফি এখন রয়েছে ১–১ অবস্থায়। তাই বাকি তিন টেস্টেই নিশ্চিত হবে সিরিজ কার?
