আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসনের দুর্দান্ত ফর্ম অব্যাহত। কেরালা ক্রিকেট লিগে ফের শিরোনামে তিনি। এবার এক বলে ১৩ রান নেওয়ার জন্য। এশিয়া কাপের আগে সঞ্জু স্যামসন কিন্তু চমকে দিচ্ছেন। ম্যাচটা ছিল কোচি ব্লু টাইগার্স বনাম ত্রিচুড় টাইটান্সের সঙ্গে। পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান সঞ্জু। সেই ডেলিভারি ছিল নো বল। পরের বলটাও ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান স্যামসন। সঞ্জু এক বলে ১৩ রান নিলেন এভাবেই।
কোচি ব্লু টাইগার্সের সঞ্জু ৪৬ বলে ৮৯ রান করেন। চারটি বাউন্ডারি ও ৯টি বিশাল ছক্কা হাঁকান তিনি। এর আগের ম্যাচে সঞ্জু স্যামসন ৫১ বলে ১২১ রান করেন। আর সেই কারণে ২৩৬ রান টপকে যায় কোচি।
কেরল ক্রিকেট লিগ ফেরাল জাভেদ মিয়াঁদাদের স্মৃতি। কোচি ব্লু টাইগার্স ও কোল্লাম সেইলর্সের ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করতে নেমে কোল্লাম ২০ ওভারে করে ৫ উইকেটে ২৩৬ রান। বিষ্ণু বিনোদ ও অধিনায়ক শচীন বেবি যথাক্রমে ৯৪ ও ৯১ রান করেন। রান তাড়া করতে নেমে সঞ্জু স্যামসন নায়ক বনে যান। যে সঞ্জুকে নিয়ে এত কথা হচ্ছিল, মনে করা হচ্ছিল এশিয়া কাপের প্রথম একাদশে তাঁর জায়গা হবে না, সেই সঞ্জু স্যামসন কিন্তু গৌতম গম্ভীর ও জাতীয় নির্বাচকদের কাছে বার্তা পৌঁছে দিলেন। ৫১ বলে ১২১ রান করেন তিনি। তবুও জয় অধরা ছিল সঞ্জুদের। বাকি কাজটা করেন মহম্মদ আশিক। তিনিই টাইগার্সকে জয় এনে দেন।
শেষ ওভারে টাইগার্সের ম্যাচ জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। প্রতিপক্ষের বোলার শরিফুদ্দিনকে প্রথম দু'বলে চার ও ছক্কা হাঁকান। তৃতীয় ডেলিভারিতে সিঙ্গলস নেন। ফ্রান্সিস জন স্ট্রাইক করতে চলে আসেন। চতুর্থ বলে সাত রানে ফেরেন জন। সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হন। তবে রান আউট হলেও আশিক স্ট্রাইকে ফেরেন। পঞ্চম বলে রান নিতে পারেননি আশিক। ষষ্ঠ বলে জেতার জন্য দরকার ছিল ছয় রান। আশিক বিশাল এক ছক্কা মেরে ম্যাচ জেতান। চার উইকেটে ম্যাচ জিতে নেন তিনি। ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে কোচি দল আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সঞ্জু স্যামসনের মুখে হাসি খেলে যায়। কোচির হয়ে স্যামসন ১২১ রান করেন।
- ONE BALL
— Johns. (@CricCrazyJohns)
- 2 SIXES
- 13 RUNS
JUST SANJU SAMSON THINGS...!!! ???? pic.twitter.com/m2lHUNsLylTweet by @CricCrazyJohns
এর আগের ম্যাচে স্যামসন কিন্তু রানই পাননি। ২২ বলে ১৩ রান করায় তাঁকে নিয়ে চিন্তার উদ্রেক হয়েছিল। সেই ইনিংস খেলার পথে স্যামসন একটি বাউন্ডারি বা ছক্কা হাঁকাতে পারেননি।সঞ্জু ৪২ টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ৮৬১ রান করেছেন। তার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও দুটি পঞ্চাশ। গত বছর থেকে ওপেনার হিসেবে নেমে নতুন জীবন যেন পেয়েছেন সঞ্জু।এদিকে সঞ্জু প্রসঙ্গে আকাশ চোপড়া বলেছেন, ''অল ফরম্যাট অধিনায়কের সঠিক দিশায় এগোচ্ছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের প্রত্যাবর্তনে সঞ্জু স্যামসনের ভাগ্য লিখন হয়ে গিয়েছে। ও প্রথম একাদশে জায়গা পাবে না। তিলক বর্মা বা হার্দিক পাণ্ডিয়াকে নিশ্চয়ই বাইরে রাখা হবে না। যার অর্থ স্যামসনকেই বসতে হবে। সুযোগ পাবে জিতেশ শর্মা। এই নির্বাচন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্যক্তি বিশেষের ওপর ব্যাটিং স্লট নির্ভর করছে। গিল সহ অধিনায়ক হওয়ায়, ও অবশ্যই খেলবে, এবং ব্যাটিং ওপেন করবে। এটাই সঞ্জুকে প্রথম একাদশের বাইরে করে দিচ্ছে।'' কেরালা লিগে এরকম সব ইনিংস খেলার পরে কি তাঁকে প্রথম একাদশে রাখা হবে না?
আরও পড়ুন: একাধিক সুযোগ নষ্ট, পিয়ারলেসের কাছে হেরেও লিগ শীর্ষেই থাকল ইউকেএসসি
