আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসন বাংলায় কথা বলতে পারেন! ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলায় কথা বলে তাক লাগিয়ে দিলেন তিনি। 

সঞ্জু ব্যাট হাতে রান পাচ্ছেন না। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থ হন তিনি। বাংলাদেশের রান তাড়ার সময়ে বাংলায় কথা বলে ওঠেন সঞ্জু। তার পরই আউট হন বাংলাদেশের ব্যাটার। বিষয়টা কী? ১১ ওভারে রিয়ান পরাগকে বোলিংয়ে আনা হয়। ওভারের শেষ বলের আগে সঞ্জু বাংলায় কথা বলে ওঠেন রিয়ান পরাগের সঙ্গে। বলেন, ''খুব ভাল।'' উইকেটের পিছন থেকে তা শোনা যায়। 

কিছুক্ষণ আগে বরুণ চক্রবর্তীর সঙ্গে তামিল ভাষায় কথা বলছিলেন সঞ্জু। রিয়ান আসতেই  অন্য ভাষায় কথা বলা শুরু করেন। বিভিন্ন ভাষার উপরে সঞ্জুর এই দক্ষতা দেখে অবাক হয়ে যান সুনীল গাভাসকর। সঞ্জুর বাংলা শুনে হয়তো রেগে গিয়েছিলেন মিরাজ। ভেবেছিলেন তাঁদের হয়তো কটাক্ষ করছেন ভারতের উইকেট কিপার। পরাগের ডেলিভারি এগিয়ে এসে মারতে গিয়ে রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত ৮৬ রানে জয়ী হয়। প্রথমে ব্যাট করে ভারত করে ২২১ রান। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ১৩৫ রানে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নেয় ভারত।