আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে কোটিপতি হয়েছে বৈভব সূর্যবংশী। নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় তাকে নেয় রাজস্থান রয়্যালস।
বৈভব সূর্যবংশী রীতিমতো আলোড়ন তৈরি করে দেয় দেশের ক্রিকেটমহলে। বৈভবকে রাজস্থানের নেওয়ার কারণ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডিভিলিয়ার্সের কাছে ফাঁস করলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
সঞ্জু স্য়ামসন বলেন, ''বৈভবের খেলার হাইলাইটস আমি দেখেছি। রাজস্থান রয়্যালস গোষ্ঠীর যাঁরা সিদ্ধান্ত নেন, তাঁরা সবাই চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ টেস্ট ম্যাচটা দেখেছেন। বৈভব সেই ম্যাচে ৬০-৭০ বলে সেঞ্চুরি করেছিল। দুর্দান্ত কিছু শট নিয়েছিল বৈভব। ওই ইনিংস দেখার পরে আমাদের মনে হয়েছিল ওকে আমাদের দলে প্রয়োজন।" ওই একটা ম্যাচ দেখার পরেই রাজস্থান রয়্যালস স্থির করে ফেলে বৈভবকে তারা দলে নেবে। সেই মতো নিলামেও বৈভবকে নেওয়ার জন্য ঝাঁপায় রাজস্থান।
ছেলেকে ক্রিকেটার তৈরি করার স্বপ্ন দেখতেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। তিন বছর আগে জমি বিক্রি করে দেন। রাজস্থান রয়্যালস তাঁর ছেলে বৈভবকে দলে নেওয়ায় বাক্যিহারা হন সঞ্জীব।
বৈভব সম্পর্কে কথিত রয়েছে, তিনি এক বছরে বিভিন্ন টুর্নামেন্ট খেলে ৪৯টি সেঞ্চুরি করেছেন। সেই ছেলেই এবার রাজস্থান রয়্যালসে। সেখানে রাহুল দ্রাবিড়ের হাতে পড়ে অন্য রূপ ধারণ করবে বলেই মনে করছে ক্রিকেটমহল।
