আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন, কিন্তু তাঁকে নিয়ে চর্চা বন্ধ হচ্ছে না। লিডসে কোহলি নেই কিন্তু তাঁকে নিয়ে চর্চা হচ্ছেই। ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা। চলছে বিতর্কও।

ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে পাঁচশোর আগে। তিন ক্রিকেটার সেঞ্চুরি হাঁকিয়েছেন। মঞ্জরেকরকে বলতে শোনা গিয়েছে, ''এই সেশন দেখে অনেকেই হয়তো মনে করছেন যে পিচ নির্বিষ। পেসারদের বিপজ্জনক দেখাচ্ছে না। এর বড় কারণ হল, দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিং। অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের  বল ছেড়ে দিয়েছে। স্টাম্পের মধ্যে যে বলটা এসেছে, সেটা ড্রাইভ করেছে। আর বাইরে যেটা গিয়েছে, সেটা ছেড়ে দিয়েছে।''

এর কিছু পরেই ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স একটি বল করেন। লোকেশ রাহুল সেই বলটি ছেড়ে দেন। তখন মঞ্জরেকর বলেন, ''এই আরও একটা উদাহরণ। আমরা প্রাক্তন এক ক্রিকেটারের কথা জানি যিনি এই ধরনের বল খেলতে সমস্যায় পড়ত।'' 

মঞ্জরেকরের এহেন মন্তব্যে মনে হচ্ছে তিনি কোহলিকেই খোঁচা দিলেন। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কোহলির দুর্বলতা লক্ষ্য করা গিয়েছিল। ইংল্যান্ডে খেলতে এলে তাঁকে পরীক্ষার সামনে পড়তে হতো। সেই কারণে তিনি সরে গিয়েছেন টেস্ট থেকে। এমন কথাও বলেছেন নিন্দুকরা। কোহলি সরে গিয়েছেন কিন্তু তাঁকে নিয়ে চর্চা কমেনি।