আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস গড়ল উত্তর প্রদেশ। নজির গড়লেন সমীর রিজভি।
ভাদোদরায় বিদর্ভের বিরুদ্ধে উত্তর প্রদেশ পাহাড়প্রমাণ ৪০৭ রান তাড়া করে ম্যাচ জিতেছে। এই পরিমাণ রান তাড়া করে ঘরোয়া টুর্নামেন্টে আগে কেউ জেতেনি।
অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফির ওয়ানডে ম্যাচে উত্তর প্রদেশে আট উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ৪১.২ ওভারেই জয় ছিনিয়ে নেয় তারা। ম্যাচের নায়ক সমীর রিজভি। দ্বিতীয় ডাবল হান্ড্রেড হাঁকালেন তিনি। এদিন ২০২ রান করে অপরাজিত থাকেন তিনি। আট দিনের মধ্যে রিজভির ব্যাট থেকে এসেছে ২০২*, ২০১*, ১৫৩ ও ১৩৭ *।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পোস্ট করেছে, ঘরোয়া টুর্নামেন্টে রান তাড়া করে জেতার নিরিখে বিচার করলে এটাই সেরা জয়। এর আগে মহিলাদের ওয়ানডে প্রতিযোগিতায় হরিয়ানার বিরুদ্ধে ৩৯০ রান করে বাংলা জিতেছে।
বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা কেরেছে উত্তর প্রদেশ। সেই দলে সুযোগ হয়নি রিজভির। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৮টি ম্যাচ থেকে ১৩৬ রান করেন রিজভি। কিন্তু অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফিতে রিজভির ব্যাট কথা বলছে। অনূর্ধ্ব ২৩ দলের অধিনায়ক হওয়ার পর থেকেই সমীর রিজভির ব্যাট গর্জে উঠেছে। মাত্র ১০৫ বলে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেন সমীর। ১০টি বাউন্ডারি ও ১৮টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।
এর আগে ত্রিপুরার বিরুদ্ধে ৯৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছিলেন সমীর রিজভি। গুজরাট ও হিমাচল প্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সমীর।
চেন্নাই সুপার কিংস তাঁকে ৮.৪ কোটির বিনিময়ে কিনেছিল। দিল্লি ক্যাপিটালস তাঁকে ৯৫ লাখ টাকায় নেয় এবারের নিলামে।
