আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হল শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটার সালিয়া সমানকে। আইসিসির দুর্নীতিদমন শাখা এই শাস্তি ঘোষণা করে। এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন কোড ভাঙেন তিনি। ২০২১ আবু ধাবি টি-২০ লিগে নিয়ম ভাঙার জন্য ২০২৩ সেপ্টেম্বরে শাস্তির কোপে পড়েন। তাঁকে নিয়ে মোট আটজনের বিরুদ্ধে দুর্নীতিদমন কোড ভাঙার অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর সমানকে নির্বাসিত করা হয়। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, 'শুনানিতে লিখিত এবং মৌখিক প্রেজেন্টেশনের পর ২.১.১ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। যা ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত। এছাড়াও ২.১.৩ ধারা এবং ২.১.৪ ধারায় তিনি অভিযুক্ত। টাকা দিয়ে বিপক্ষ দলের প্লেয়ারকে কেনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।'
শ্রীলঙ্কান ক্রিকেটার ছাড়াও ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিক কৃষণ কুমার চৌধুরী ও পরাগ সাংভি, বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন, স্থানীয় প্লেয়ার রিজওয়ান জাভেদ, ব্যাটিং কোচ আসার জাইদি, সহকারী কোচ সানি ঢিলন এবং টিম ম্যানেজার শাদাব আহমেদের বিরুদ্ধে। এর আগেও বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। দোষী সাব্যস্ত হওয়ায় সবধরনের ক্রিকেট থেকে দু'বছর নির্বাসিত থাকেন। সেই সময় আইসিসি জানায়, দু'বছরের মধ্যে ছয় মাস বাদ যায়।
সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটার একাধিক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই গড়াপেটার অভিযোগ ওঠে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। শ্রীলঙ্কার প্রাক্তন অফ স্পিনার সচিত্র সেনানায়কের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে সতীর্থ ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন সচিত্র। এই অভিযোগ আনে হামবানটোটা হাইকোর্ট। সদ্য চালু হওয়া দেশের দুর্নীতি বিরোধী নিয়মের পর এই প্রথম কোনও জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। তাঁকে গ্রেফতার করা হলেও, ২০২৩ সালে জামিনে মুক্তি পান। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে ৪০ বছরের ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে মোট একটি টেস্ট, ৪৯ টি একদিনের ম্যাচ এবং ২৪টি টি-২০ খেলেন। সংগ্রহ ৭৮ উইকেট। ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জাতীয় দলের আরও একজন প্লেয়ার থারিন্ডু রত্নায়েককে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন তিনি। রিপোর্টে বলা হয়েছে, 'সেনানায়েক আরও দু'জন ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছিল। ২০২০ সালে উদ্বোধনী লঙ্কা প্রিমিয়ার লিগে দুবাই থেকে ফোনে প্রস্তাব দেন। ম্যাচ গড়াপেটা করার জন্য জোর করেন।' ২০১৩ সালে একবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। কিন্তু তেমন নজর কাড়তে পারেননি। খুব বেশি সুযোগও পাননি।
