আজকাল ওয়েবডেস্ক: রাজকোটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে নিউ জিল্যান্ড। রবিবার সিরিজ নির্ণায়ক ম্যাচ।
বিফলে গেল লোকেশ রাহুলের সেঞ্চুরি। উলটে ডারিল মিচেল ম্যাচ নিয়ে চলে গেলেন নিউ জিল্যান্ড ক্যাম্পে।
কিন্তু কেন হারল ভারত? টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ রায়ান টেন দুশখ্যাতে মনে করেন, ভারতের দল বাছাই ঠিক হয়নি।
চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে দলে এসেছেন আয়ূষ বাদোনি। যা নিয়ে তীব্র সমালোচনা হয়। দুশখ্যাতে মনে করেন, নীতীশ রেড্ডির পরিবর্তে আয়ূষ বাদোনিকে নিলে ভাল হত।
খেলার শেষে প্রেস কনফারেন্সে দুশখ্যাতে বলেন, ''ওয়াশিংটন সরে যাওয়ায় আয়ূষ বাদোনিকে শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে। আমাদের মনে হয়েছে এই উইকেটে নীতীশ রেড্ডিকে খেলালে ভাল হত। নিউ জিল্যান্ডের স্পিনাররা যেভাবে বল করেছে, তা দেখার পরে মনে হচ্ছে আমরা আরেক জন স্পিনারকে নিলে ভাল হত।''
কিউয়ি স্পিনার ব্রেসওয়েল ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রানের বিনিময়ে রবীন্দ্র জাদেজার উইকেট নেন। জেডেন লেনক্সের অভিষেক হয় রাজকোটে। সেই ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ৪২ রান দেন। হর্ষিত রানার উইকেট নেন তিনি।
অন্যদিকে রবীন্দ্র জাদেজা আট ওভারে ৪৪ রান দেন। কোনও উইকেট পাননি। কুলদীপ যাদব ১০ ওভারে ৮২ রান দেন। উইল ইয়ংয়ের উইকেট তাঁর ঝুলিতে। রেড্ডি ২ ওভার বল করে ১৩ রান দেন।
ইয়ং ও মিচেল ১৬২ রানের পার্টনারশিপ গড়েন। দুশখ্যাতে ভারতীয় স্পিনারদের থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করেছিলেন। তবে ম্যাচ হারার এটাই একমাত্র কারণ নয়।
দুশখ্যাতে বলেন, ''আমরা আজ যা বোলিং করেছি, তার থেকেও ভাল বোলিং করতে পারতাম। বিশেষ করে স্পিনারদের লেন্থ আরও ভাল হতে পারত। আমরা সেই লেন্থগুলো আরও ভাল ভাবে খতিয়ে দেখবো। তবে কেবল একটা কারণেই যে ম্যাচটা হেরেছি তা নয়। এই হারের পিছনে রয়েছে একাধিক কারণ।''
