আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানালেন, ভারতীয় দলে ফেরার জন্য রুতুরাজ গায়কোয়াড়কে ব্যাটিং তো করতে হবেই, হয়তো তার সঙ্গে কিপিংও করতে হতে পারে।

মজার ছলেই তিনি মন্তব্য করেন, রুতুরাজকে হয়তো নির্বাচকদের জানাতে হবে যে তিনি উইকেটকিপিংও করতে পারেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে রুতুরাজের বাদ পড়া অনেককেই অবাক করেছে।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে ইনিংসে শতরান করার পরেও তাঁর নাম দলে না থাকায় অবাক হয়েছেন অনেকেই। শ্রেয়স আইয়ার ফিট হয়ে ফেরার পর মহারাষ্ট্রের এই ব্যাটারকে দল থেকে বাদ দেওয়া হয়। 

অন্যদিকে, প্রোটিয়াদের বিরুদ্ধে একটি ম্যাচও না খেলেও দলে নিজের জায়গা ধরে রাখেন ঋষভ পন্থ। এই প্রসঙ্গে শ্রীকান্ত ঠাট্টার সুরে বলেন, রুতুরাজ যেহেতু মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলেছেন, তাই নির্বাচকদের জানাতে পারেন যে তিনিও গ্লাভস পরে উইকেটকিপিংও করতে পারেন।

প্রাক্তন নির্বাচকের মতে, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের দলে থাকার যোগ্যতা ছিল। তাঁকে স্কোয়াডে রাখা উচিত ছিল নির্বাচকদের।

তাঁর মতে, নীতীশ কুমার রেড্ডির বদলে রুতুরাজকে ১৫ সদস্যের দলে রাখা উচিত ছিল। শ্রীকান্ত বলেন, ‘হয়তো রুতুরাজ গায়কোয়াড় বলতে পারে আমি ধোনির সঙ্গে খেলেছি, তাই আমিও উইকেটকিপিং করতে পারি। তাহলে হয়তো দলে সুযোগ পাবে। শ্রেয়স আইয়ার তো নিশ্চিতভাবেই দলে থাকবেন, তাঁকে রাখা উচিত ছিল। কিন্তু নীতীশ কুমার রেড্ডির বদলে রুতুরাজ গায়কোয়াড়কে ১৫ জনের দলে রাখা উচিত ছিল।’

অন্যদিকে, রুতুরাজের বাদ পড়া নিয়ে রবি অশ্বিন জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতির কারণেই দলে জায়গা পাওয়ার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে গায়কোয়াড়ের জন্য।

শনিবার ঘোষিত এই স্কোয়াডে রুতুরাজের নাম না থাকায় ক্রিকেট মহলে সমালোচনা তৈরি হয়। ১১ জানুয়ারি থেকে ভাদোদরায় শুরু হতে যাওয়া এই সিরিজে শুভমান গিল অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করতে গিয়ে অশ্বিন জানান, রুতুরাজের দলে থাকার সম্ভাবনা ছিল। অশ্বিন বলেন, ‘রুতুরাজকে কি স্কোয়াডে রাখা যেত? আমার মনে হয়, সেই সম্ভাবনা ছিল।’

তবে তিনি ব্যাখ্যা করেন, এই সিদ্ধান্ত মূলত রুতুরাজ গায়কোয়াড় ও ঋষভ পন্থের মধ্যে সরাসরি তুলনার ফল। অশ্বিনের কথায়, ‘এই মুহূর্তে রুতুরাজ ও ঋষভ পন্থের মধ্যে সরাসরি একজনকে পছন্দ করে নেওয়ার প্রশ্ন ছিল। সেখানে বাঁহাতি ব্যাটার হওয়ার সুবিধাটা পন্তের পক্ষেই গেছে।’

তাঁর মতে, মিডল অর্ডারে রুতুরাজ অত্যন্ত কার্যকর হতে পারেন। অশ্বিন বলেন, ‘চার বা পাঁচ নম্বরে ওর ব্যাটিং—বিশেষ করে স্পিনের বিরুদ্ধে খেলা, দুই উইকেটের মাঝে দৌড় এবং ইনিংস শেষ করে আসার ক্ষমতা অসাধারণ। তবে আমার প্রধান চিন্তা রুতুরাজের মাইন্ডসেট নিয়ে।’

তবে গায়কোয়াড় নিয়মিত ভাবে দলে কবে সুযোগ পাবেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে অশ্বিন সাফ জানান, ওডিআই ক্রিকেটে রুতুরাজ গায়কোয়াড়ের নিয়মিত সুযোগ পাওয়া সম্ভবত আরও কিছুটা সময়সাপেক্ষ।

তাঁর মন্তব্য, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মা ওডিআই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরই রুতুরাজ সম্ভবত দীর্ঘদিনের জন্য নিয়মিত ভাবে দলে সুযোগ পাবে।’