আজকাল ওয়েবডেস্ক: রাজ্য অ্যাথলেটিক্স মিটে নজর কাড়লেন রুদ্রজিৎ কর্মকার। জোড়া সোনা কল্যাণীর গয়েশপুরের অ্যাথলিটের। ২১ এবং ২২ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও সাই স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-২০‌,‌ অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র পুরুষ ও মহিলাদের ওয়েস্টবেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে নদীয়া জেলা থেকে মোট ৪৩ জন ক্রীড়াবিদ অংশ নেয়। তিনটে সোনা, দশটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়েছে নদীয়ার অ্যাথলিটরা। কল্যাণীর গয়েশপুর পৌরসভার রুদ্রজিৎ কর্মকার অনূর্ধ্ব-২০ পুরুষদের ৮০০ এবং ১৫০০ মিটার দৌড়ে জোড়া সোনা পায়। ছেলের এই সাফল্যে খুশি পরিবার এবং প্রতিবেশীরা।