আজকাল ওয়েবডেস্ক: কোপা দেল রে ফাইনালে রিয়াল-বার্সা মুখোমুখি হয়েছিল। ম্যাচের একেবারে শেষ লগ্নে রেফারির দিকে বরফ ছুড়ে মারার অভিযোগে লাল কার্ড দেখানো হয় রুডিগারকে। রেফারির দিকে বরফ মারার অভিযোগে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় তাঁকে। কিন্তু তাঁর থেকেও বড় যে খবর ভেসে আসছে, তা হল চোটের লাল চোখ ও সাসপেনশনের জন্য বড় ধাক্কা খেল রিয়াল শিবির। 

 
ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, রুডিগারের অস্ত্রোপচার, তাই তাঁর মরশুম শেষ। অস্ত্রোপচার  আলাবারও। শেষ হওয়ার আগে তাঁরও মরশুম শেষ হয়ে গিয়েছে। লুকাস ভাসকেজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দু' ম্যাচের জন্য।  চোট-নিষেধাজ্ঞার ধাক্কায় রিয়ালের রক্ষণভাগ জেরবার। 

হাঁটুতে অস্ত্রোপচার হয় রুডিগারের। আট সপ্তাহের জন্য ছিটকে গেলেন তিনি। লা লিগায় রিয়ালের রক্ষণভাগকে নিরাপত্তা দিতে পারবেন না তিনি। ১৪ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। সেখানেও রুডিগারকে পাওয়া যাবে কিনা সন্দেহ। 
রিয়ালের ফরাসি লেফট ব্যাক মেন্দিও চোটের কবলে। কোপা দেল রে ফাইনালে  ডান পায়ের থাইয়ে চোট পান মেন্দি। জানা গিয়েছে, তাঁর থাইয়ের মাংস পেশি ছিঁড়ে গিয়েছে। মেন্দি ও আলাবার অস্ত্রোপচার হবে। প্রায় আট সপ্তাহের জন্য ছিটকে যাচ্ছেন আলাবা।