আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে রোহিত শর্মাকে আনার উদ্যোগ নিচ্ছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 

একটি সংবাদ মাধ্যমের খবর এমনই। ১১ জুন প্রো টি-টোয়েন্টি লিগের বোধন। গতবার প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হলেও তার উদ্বোধনী অনুষ্ঠান জমকালো হয়নি। 

এবার তা ধুমধাম করে করার চেষ্টা করা হচ্ছে। সুনিধি চৌহান গান গাইবেন। রোহিত শর্মাকে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে দারুণ এক উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। 

রোহিত শর্মা অবসর নিয়েছেন টেস্ট ফরম্যাট থেকে। ইংল্যান্ড সফরের আগে হিটম্যানের এহেন সিদ্ধান্তে আলোড়ন তৈরি হয় দেশের ক্রিকেটমহলে। এই ইডেনেই রোহিতের টেস্ট অভিষেক হয়েছিল। ইডেনেই রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের প্রলয়। ক্রিকেটের নন্দনকানন হিটম্যানের কাছে পয়মন্ত। সেই মাঠেই তাঁকে আনার চেষ্টা করা হচ্ছে।  

আইপিএল ফাইনাল হবে ৩ জুন। ফলে ১১ তারিখের বোধনে রোহিতের না আসার কথা নয়। তারকাদের উপস্থিতিতে জমে উঠবে টি-টোয়েন্টি প্রো লিগের উদ্বোধনী অনুষ্ঠান।