আজকাল ওয়েবডেস্ক: নতুন রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রানের মাইলস্টোন ছুঁতে চলেছেন টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। অস্ট্রেলিয়া সফরের পর আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ফিরছেন রোহিত। রবিবার রাঁচিতে প্রথম একদিনের ম্যাচ। ৫০২ ম্যাচে রোহিতের রান ১৯,৯০২। ৬৭ টেস্টে তাঁর রান ৪৩০১। একদিনের আন্তর্জাতিকে ১১,৩৭০ রান। টি-২০ তে তাঁর রান ৪২৩১। আর মাত্র ৯৮ রান করলেই শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের এলিট ক্লাবে প্রবেশ করবেন হিটম্যান। 

এই তালিকায় সবার ওপরে শচীন। ৩৪,৩৫৭ রান মাস্টার ব্লাস্টারের। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। তাঁর রান ২৭,৬৭৩। তিন নম্বরে রাহুল দ্রাবিড়। তাঁর সংগ্রহ ২৪,০৬৪ রান। ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন রোহিত। মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। বর্তমানে শুধু একদিনের আন্তর্জাতিক খেলেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন। অস্ট্রেলিয়া সফরে দারুণ ছন্দে ছিলেন রোহিত। শেষ একদিনের ম্যাচে অপরাজিত ১২১ রান করেন। ০-২ এ সিরিজ হারলেও তাঁর শতরানে ২-১ করে ভারত। ১৩টি চার এবং তিনটে ছয় দিয়ে ইনিংস সাজান। রোহিতের মতো কোহলিও ফিরছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে। দু'জনের ওপর পারফর্ম করার চাপ থাকবে। টেস্ট সিরিজে হারের পর একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। লাল বলের ক্রিকেটে হারের জ্বালা কি মিটবে? 

ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের পর একদিনের ক্রিকেটে রো-কোর ভবিষ্যৎ নিয়ে প্রায়ই প্রশ্ন উঠছে। দুই তারকার জন্য নতুন নির্দেশিকা দিয়েছে বিসিসিআই। দু'জনকেই ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় দলের হয়ে খেলার জন্য শেষপর্যন্ত হয়তো এই পদক্ষেপ নিতেই হবে বিরাট এবং রোহিতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পেলেও তাঁদের ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। তার আগে দুই মহাতারকার বিজয় হাজারে ট্রফিতে খেলার প্রসঙ্গ উঠছে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বিজয় হাজারে ট্রফিতে খেলার বিষয়ে এমসিএকে সম্মতি জানিয়েছেন রোহিত। কিন্তু ঘরোয়া একদিনের টুর্নামেন্ট খেলার বিষয়ে এখনও কোনও কিছু জানাননি কোহলি। তবে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী শেষপর্যন্ত হয়তো ঘরোয়া ক্রিকেটে ফিরতেই হবে রো-কো জুটিকে।