আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেড টেস্টে খেলার সম্ভাবনা বাড়ছে শুভমান গিলের। শুক্রবারও অনুশীলনে দেখা গেল শুভমানকে। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’‌দিনের প্রস্তুতি ম্যাচের আগে ক্যানবেরায় ভারতের অনুশীলনে দেখা গেল তরুণ ব্যাটারকে। আঙুলে চোটের জন্য পারথ টেস্ট খেলতে পারেননি শুভমান। 


৬ ডিসেম্বর থেকে এডিলেডে শুরু হবে পিঙ্ক বল টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’‌দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। জোর কদমে চলছে অনুশীলন। শুক্রবার নেটে বল ছাড়তে দেখা গিয়েছে শুভমানকে। 


প্রসঙ্গত পারথ টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে চোট পান শুভমান। চলছিল রিহ্যাব। তাই প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে গিলের অনুশীলনে ফেরা অবশ্যই ভাল খবর।


এদিকে, দ্বিতীয় টেস্টে গিল ফিরলে ভারতের ব্যাটিং অর্ডারে হবে বড়সড় পরিবর্তন। কারণ রোহিত দ্বিতীয় টেস্টে ফিরছেন। সেক্ষেত্রে যশস্বীর সঙ্গে ওপেন করবেন। আর রাহুলকে চলে যেতে হবে ছয়ে। খেললে তিনে নামবেন গিল। আর বসতে হবে দেবদত্ত পাডিক্কালকে। রোহিত খেললে বসতে হবে ধ্রুব জুড়েলকেও। চারে আসবেন বিরাট। পাঁচে পন্থ। ছয়ে রাহুল হলে সাতে এক জন অলরাউন্ডার। 


শুক্রবার নেটে ব্যাটিং করেছেন রোহিতও। পারথ টেস্টের তৃতীয় দিনও অনুশীলন করতে দেখা গিয়েছিল রোহিতকে। এদিকে, রবিবার থেকে শুরু হবে দু’‌দিনের প্রস্তুতি ম্যাচ। খেলা হবে ক্যানবেরায় ম্যানুকা ওভালে। ২০২২ সালে বেঙ্গালুরুতে শেষবার পিঙ্ক বল টেস্ট খেলেছিল ভারত। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।