আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ২৯৫ রানের বিরাট ব্যবধানে জেতে ভারত। দ্বিতীয় টেস্টে বড় সেটব্যাক। রোহিতদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। বর্তমানে সিরিজ ১-১। ব্রিসবেনে যে দল জিতবে, তাঁদেরই সিরিজ জেতার সম্ভাবনা বাড়বে। তাই গাব্বায় জেতার জন্য মরিয়া থাকবে দুই দলই। গোলাপী বলের টেস্টে দলে ফেরেন রোহিত শর্মা। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথে খেলতে পারেননি ভারতের নেতা। তবে দলে ফিরলেও রানে ফেরেননি। দুই ইনিংসে ৩ এবং ৬ রান করেন। এবার চ্যালেঞ্জের মুখে ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত এবং বিরাট। বোলিং বিভাগে ভরসা যশপ্রীত বুমরা। ছন্দে আছেন তারকা পেসার। চলতি সিরিজে তাঁর ধারেকাছে নেই কেউ। তবে অন্য প্রান্ত থেকে আরও একটু সাপোর্ট দরকার বুমরার। কিন্তু তার থেকেও বড় বিষয় হল, রোহিত এবং কোহলির রানে ফেরা।
ভারতের সবচেয়ে বড় চিন্তা প্রথম ইনিংসের ব্যাটিং। গত এক বছরে হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ছ'বার ১৫০ রানের নীচে অলআউট হয় টিম ইন্ডিয়া। রোহিত এবং কোহলির প্রথম ইনিংসে গড় ভাল না। যথাক্রমে ৬.৮৮ এবং ১০। প্রথম টেস্টে শতরান কোহলির ওপর থেকে চাপ কিছুটা কমিয়েছে। তবে রোহিতকে নিজেকে প্রমাণ করতে হবে। ভারত অধিনায়কের ব্যাটিং পজিশন নিয়ে প্রচুর চর্চা হলেও, মিডল অর্ডারেই তাঁর নামার সম্ভাবনা প্রবল। ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল জুটি। তিন এবং চারে শুভমন গিল ও বিরাট কোহলি। অ্যাডিলেডে ছয় নম্বরে নেমেছিলেন রোহিত। তবে ব্রিসবেনে ঋষভ পন্থের আগে পাঁচে নামতে পারেন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হয়। তবে গাব্বায় আবার দলে ফিরতে পারেন সুন্দর। গাব্বার উইকেটে পেস এবং বাউন্স বেশি। যার ফলে সমস্যায় পড়ে ব্যাটাররা। সেই কারণেই ব্যাটিং গভীরতা বাড়াতে চাইছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। পেস বোলিংয়েও একটি পরিবর্তন হতে পারে। হর্ষিত রানার জায়গায় দলে ফিরতে পারেন আকাশ দীপ।
