আজকাল ওয়েবডেস্ক: তিনি নেই। অথচও তিনি আছেন।
২০২৪ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তার পরই রোহিত শর্মা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন।
২০২৬ বিশ্বকাপে সেই রোহিত শর্মাকেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হল।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এদিন ঘোষণা করলেন হিটম্যানই হবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
রোহিতের নেতৃত্বে ভারত গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তার আগে ২০০৭ বিশ্বকাপেও তিনি ধোনি-ব্রিগেডের সদস্য ছিলেন।
২০২৪ বিশ্বকাপ জয়ের পরে রোহিতের সঙ্গে বিরাট কোহলিও অবসর গ্রহণ করেছিলেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে।
একমাত্র রোহিতই একমাত্র ভারতীয় যিনি দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন।
রোহিতকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণার পরে তিনি বলেন, ''আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আইসিসি এবং জয় শাহকে ধন্যবাদ জানাই। আইসিসি-র কোনও ইভেন্টের রাষ্ট্রদূত হওয়া আমার জন্য বিরাট সম্মানের। আমাকে জানানো হয়েছে এখনও খেলে চলেছে এমন কোনও খেলোয়াড়কে কখনও আইসিসি-র রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করা হয়নি। সেই কারণে এটি আমার জন্য একটি বড় সুযোগ এবং অত্যন্ত সম্মানের। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আইসিসি-কে ধন্যবাদ জানাই।''
গতবারের পুনরাবৃত্তি এবারও হবে বলে আশাবাদী রোহিত। তিনি বলেছেন, '' আশা করি, আমরা গত বছর যে জাদু তৈরি করেছিলাম সেই একই জাদু তৈরি করতে পারব এবারও। যদিও এবার অন্য সদস্য।''
রোহিতের সংযোজন, ''আইসিসি-র ট্রফি জেতা একটা বিশাল চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে বছরের পর বছর ধরে এটা দেখেছি—আন্তর্জাতিক ক্রিকেটে আমার ১৮ বছর পূর্ণ হয়েছে।''
এদিকে আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। প্রত্যাশা মতো একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। ৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপ শুরু। ফাইনাল ৮ মার্চ। পাকিস্তান না উঠলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হবে। দুটো সেমিফাইনাল কলকাতা এবং মুম্বইয়ে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু। অভিষেক ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি টিম ইন্ডিয়া। ম্যাচ মুম্বইয়ে। ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামবে ভারত। ১৮ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি। ম্যাচটা হবে আহমেদাবাদে। ভারতের গ্রুপে রয়েছে, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আমেরিকা।
