আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেন টেস্টের আগে রোহিত শর্মার ব্যাটিং পজিশন নিয়ে প্রচুর চর্চা চলছে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথে খেলতে পারেননি। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেন করেন কেএল রাহুল। পারথে দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ২০০ রানের পার্টনারশিপ হওয়ায় অ্যাডিলেডে ভাঙা হয়নি ওপেনিং জুটি। দ্বিতীয় টেস্টে ছয় নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। কিন্তু এই চাল কাজে আসেনি। মিডল অর্ডারে ডাহা ব্যর্থ ভারত অধিনায়ক। দুই ইনিংস মিলিয়ে মোট রান ৯। গোলাপী বলের টেস্টে রান পাননি রাহুলও। কিন্তু তৃতীয় টেস্টেও সম্ভবত একই ব্যাটিং অর্ডার অব্যাহত থাকবে। অন্তত বৃহস্পতিবার প্র্যাকটিস দেখে তেমনই মনে হয়। নেটে ভারতের ব্যাটিং অর্ডার তেমন ইঙ্গিত দেয়।
প্র্যাকটিসে প্রথমেই নেটে ব্যাট করেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। তবে আগেরবারের থেকে আগে ব্যাট করতে নামেন রোহিত। আবার মাঝে রাহুলের জায়গায় যশস্বীর সঙ্গে নেটে ব্যাট করেন ভারত অধিনায়ক। তারপর আবার দ্বিতীয় রাউন্ড ব্যাট করতে আসেন রাহুল। তিন তারকা নেটে ঘাম ঝরানোর সময় বিরাট কোহলি সহ দলের বাকিদের স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করতে দেখা যায়। গৌতম গম্ভীর, মর্নি মরকেল এবং অভিষেকে নায়ারকে গুরুগম্ভীর আলোচনা করতে দেখা যায়। ব্রিসবেন টেস্টের নকশা তৈরি করতে ব্যস্ত ছিল টিম ম্যানেজমেন্ট। ওয়ার্ম আপের পর যশস্বী জয়েসওয়াল এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে কথা বলেন রোহিত।
শুভমন গিল, মহম্মদ সিরাজদের ফোকাস ছিল স্ট্রেচিং এবং দৌড়ে। কোহলির সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় গম্ভীরকে। ঋষভ পন্থের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন ভারতের হেড কোচ। যশপ্রীত বুমরা, দেবদত্ত পাড়িক্কেল, হর্ষিত রানা এবং আকাশ দীপকে শারীরিক কসরত করতে দেখা যায়। অ্যাডিলেডে বিশ্রী হারে চাপে ভারতীয় দল। রোহিতের নেতৃত্বে আত্মবিশ্বাসের ছাপ নেই। অ্যাডিলেডে ফিল্ডিং সাজাতে দেখা যায় বিরাটকে। এদিন প্র্যাকটিসেও কার্যকরী ভূমিকায় ছিলেন তারকা ক্রিকেটার। অনুশীলন শুরুর আগে হাডলে দলের উদ্দেশে বার্তা দেন গম্ভীর এবং কোহলি। যশস্বীকে পরামর্শ দিতে দেখা যায় ফিল্ডিং কোচ টি দিলীপকে। বৃহস্পতিবারের অনুশীলনে দীর্ঘক্ষণ চলে স্লিপ ক্যাচ প্র্যাকটিস। ফোকাস করা হয় রোহিত, বিরাট, ঋষভ, রাহুল এবং যশস্বীর ওপর। অ্যাডিলেডে একাধিক ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয়েছে। ব্রিসবেনে তার পুনরাবৃত্তি চাইবে না টিম ম্যানেজমেন্ট।
