আজকাল ওয়েবডেস্ক: বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মার স্বভাবসুলভ রসবোধ ও মাঠের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আবারও ঝলসে উঠল।

ম্যাচ জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল রোহিত ও কুলদীপ যাদবের মজার এক ডিআরএস মুহূর্ত, যা মুহূর্তেই হাসির রোল তোলে সতীর্থদের মধ্যে এবং ভক্তদের মধ্যেও।

ঘটনাটি ঘটে ৪৩তম ওভারে। কুলদীপ মনে করেছিলেন তাঁর বলে প্রোটিয়া টেল-এন্ডার এলবিডব্লিউ হয়েছেন। তাই বারবার অধিনায়ক কে.এল. রাহুলকে রিভিউ নেওয়ার জন্য অনুরোধ করছিলেন।

ঠিক তখনই কভার থেকে রোহিত প্রবল হাসিতে বাধা দেন এবং স্পষ্ট ইশারায় রিভিউ না নেওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার রোহিতের সেই পরিচিত ক্ষমতা আবারও সামনে এল এদিন।

রসবোধে ভরা, কিন্তু ঠান্ডা মাথার সঠিক বিচার। পরে কুলদীপ নিজেই স্বীকার করেন যে ডিআরএস সিদ্ধান্তে তিনি বেশ দুর্বল।

তিনি বলেন, ‘ডিআরএসের ব্যাপারে আমি খুবই খারাপ। বল প্যাডে লাগলেই মনে হয় আউট। সৌভাগ্য যে রোহিত ভাইয়ের মতো অভিজ্ঞ কেউ আছেন, আর আছে কেএল রাহুল যারা আমাকে শান্ত থাকতে সাহায্য করে।’ ভক্তরা বলছেন, এই ছোট্ট মুহূর্তটি অনেককে মনে করিয়ে দেয় রোহিতের অধিনায়কত্বের দিনগুলো, যখন বোলারদের সঙ্গে এমন মজার খুনসুটি ও কৌশলগত আলাপ ছিল নিত্য ঘটনা।

হাস্যরসের আড়ালে রোহিতের মাঠে প্রভাব ছিল যথেষ্ট। তিনি বারবার বোলারদের কাছে গিয়ে পরিকল্পনা জানান, রাহুলের সঙ্গে ফিল্ডিং সেটিং নিয়ে আলোচনা করেন এবং রায়পুরে অনিয়ন্ত্রিত বোলিংয়ের পর দলকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফিল্ডিংয়েও রোহিত ছিলেন উজ্জ্বল। গুরুত্বপূর্ণ রান বাঁচিয়েছেন, ডাইভ দিয়ে বল থামিয়েছেন এবং ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করতে দারুণ একটি ক্যাচ নিয়েছেন—যা ম্যাচে ভারতের প্রথম বড় সাফল্য এনে দেয়।

কুলদীপের ৪/৪১ এবং প্রসিদ্ধ কৃষ্ণের ৪/৬৬-তে দক্ষিণ আফ্রিকা ২৭০ রানে অলআউট হয়, আর টস জিতে পাওয়া সেই প্রথম সুবিধাটিকে পুরোপুরি কাজে লাগায় ভারত। দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে নামিয়ে শূন্য রানেই বিপজ্জনক রায়ান রিকলটনকে ফেরান অর্শদীপ।

সেখান থেকে ম্যাচের হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা এবং কুইন্টন ডি-কক। একসময় দুই অভিজ্ঞ ব্যাটারের পার্টনারশিপ বিপজ্জনক দেখতে লাগলেও বাভুমাকে আউট করে পার্টনারশিপ ভাঙেন জাদেজা। মিডল অর্ডারে ব্রিটজকে এবং ব্রেভিস ভাল শুরু করেন।

কিন্তু তাঁরা কেউই বড় রানে পরিণত করতে পারেননি। ব্রিটজকেকে(২৪) ফেরান প্রসিদ্ধ এবং ব্রেভিসকে(২৯) ফেরান কুলদীপ যাদব। এডেন মার্করামও ফেরেন ১ রানে।

রান করতে পারেননি কভিন বসচ এবং মার্কো জানসেনও। শতরান করা ডি-কককে বোল্ড করেন প্রসিদ্ধ কৃষ্ণা। শেষের দিকে কেশব মহারাজের অপরাজিত ২০ রানের দৌলতে ২৭০ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

কুলদীপ এবং প্রসিদ্ধ ৪টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন অর্শদীপ এবং জাদেজা। তিন ম্যাচের একদিনের সিরিজের ফল এখন ১–১।

শনিবার যে জিতবে সিরিজ তাদের। এদিকে, ভারতীয় দলের প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলানো হচ্ছে তিলক ভার্মাকে।