আজকাল ওয়েবডেস্ক: নিন্দুকদের ব্যাট হাতে জবাব দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
রাঁচিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডের আগে দুই মহাতারকাকে নিয়ে প্রবল আলোচনা চলছিল।
টেস্ট ফরম্যাট থেকে তাঁরা অবসর নিয়েছেন। হাতে কেবল ওয়ানডে ফরম্যাট। তবুও দুই ক্রিকেটার জানেন না তাঁদের ভবিষ্যৎ।
এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে গর্জে ওঠে রো-কোর ব্যাট।
মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে কোহলি বিরাট ইনিংস খেলেন। রোহিতও তাঁকে যোগ্য সঙ্গত করেন। ভারত হারায় দক্ষিণ আফ্রিকাকে।
যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে বিধ্বস্ত হয়েছিল ভারতীয় দল, ওয়ানডে ফরম্যাটে তারাই ঘুরে দাঁড়াল।
রো-কো ফিরলেন, ভারতও জয়ের রাস্তায় ফিরল।
কোহলির সেঞ্চুরির পরে গৌতম গম্ভীর সাজঘরে আলিঙ্গন করেন কোহলিকে।
রোহিতকেও দেখা যায় গম্ভীরের সঙ্গে আলোচনায় মেতে থাকতে। কিন্তু কী বিষয় নিয়ে আলোচনা হয়, তা জানা যায়নি।
তবে কোচ ও ক্রিকেটারের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হয়, তা নিয়ে কৌতূহলী ভক্তরা।
খবরের ভিতরের খবর বলছে, রোহিত-কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্কে ফাটল ধরেছে। যার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও নাকি হতাশ।
তবে এব্যাপারে কোনও পক্ষই মুখ খোলেননি। কিন্তু গম্ভীর বিভিন্ন সময়ে নাম না নিয়ে এমন সব মন্তব্য করেছেন, যাতে মনে হওয়াই স্বাভাবিক হেডকোচের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে রোহিত-কোহলির।
Everything alright with Indian dressing room? #RohitSharna #INDvSA #Gambhir pic.twitter.com/rsdiHRUr3m
— Sunny Daud (@sunny_daud24036)Tweet by @sunny_daud24036
দুই তারকা ক্রিকেটার টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তার জন্য অনেকেই গম্ভীরকে কাঠগড়ায় তোলেন।
রবিবারের রাঁচি মাতিয়ে দেন বিরাট কোহলি। প্রোটিয়া বোলারদের শাসন করেন তিনি। তাঁকে নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্ক হুক করে গ্যালারিতে ফেলেছেন কোহলি।
তিনি এখনও বিরাট ছায়া বিস্তার করতে পারেন দেশের ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পরে ফের শতরান হাঁকান কোহলি।
প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে বাউন্ডারি মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন। ওয়ানডে ফরম্যাটে ৫২ নম্বর শতরান কোহলির। যে কোনও একটি ফরম্যাটে সর্বাধিক। শতরানের পরে বিরাট লাফে ফুটে বেরোচ্ছিল আগের ঔদ্ধত্য। আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রোহিত শর্মা পঞ্চাশ করার পরে কোহলি শ্যেন দৃষ্টি হানছেন। উদ্দিষ্ট ব্যক্তি কি গৌতম গম্ভীর? তা অবশ্য জানা যায়নি।
কোহলির ব্যাট চালানো দেখে মনে হচ্ছিল, প্রতিদিনই তিনি খেলার মধ্যে রয়েছেন। কে বলবেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরে তিনি নেমে পড়েছেন রাঁচিতে। কোহলির মতো ক্রিকেটারদের জন্যই হয়তো প্রচলিত রয়েছে বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া সেই আপ্ত বাক্য, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট।
