আজকাল ওয়েবডেস্ক: ফাফ ডু'প্লেসিকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন অধিনায়কের খোঁজে তাঁরা। কয়েকদিন আগে বেশ কয়েকটা রিপোর্টে দাবি করা হয়, আবার বিরাট কোহলিকে আরসিবির অধিনায়ক হিসাবে ফেরানো হতে পারে। তবে এই খবরে এখনও সিলমোহর পড়েনি। ইতিমধ্যেই নিজের পছন্দের নাম জানিয়ে দিলেন রবিন উথাপ্পা। আসন্ন আইপিএলে রজত পাতিদারকে বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি। মেগা নিলামে জস বাটলার, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলকে কিনতে পারে আরসিবি। তাঁদের পার্সে প্রচুর টাকা রয়েছে। তাসত্ত্বেও ভারতের প্রাক্তন তারকা মনে করছেন, রজত পাতিদারকে একটা সুযোগ দেওয়া উচিত। উথাপ্পা বলেন, 'আমার মতে, রজত পাতিদারকে অধিনায়কত্ব দেওয়া উচিত। দু'বছর পর আবার একজন নতুন নেতা প্রয়োজন হবে। তাই এখন থেকেই রজতকে অধিনায়ক করে দেওয়া উচিত। পরের তিন থেকে পাঁচ বছরের জন্য ওকে নেতা হিসেবে তৈরি করা উচিত। আমি মনে করি, আরসিবির হয়ে এই ভূমিকা ও ভালভাবে পালন করতে পারবে।' 

মাত্র তিনজন প্লেয়ারকে রিটেন করে বেঙ্গালুরু। বিরাট কোহলি, রজত পাতিদার এবং যশ দয়ালকে রাখা হয়। মহম্মদ সিরাজ, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে তাঁদের পার্সে ৮৩ কোটি রয়েছে। শক্তিশালী দল গড়ার চেষ্টা করবে আরসিবি। প্রাক্তন ক্রিকেটার সাবা করিম মনে করেন, রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে মহম্মদ সিরাজ এবং উইল জ্যাকসকে নিয়ে নেওয়া উচিত বেঙ্গালুরুর। সাবা করিম বলেন, 'আরসিবি আবার সিরাজকে কিনে নিতে পারে। ফ্র্যাঞ্চাইজির হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। যশ দয়ালের সঙ্গে আরও একজন পেসার দরকার। এছাড়াও আমি উইল জ্যাকসের কথা ভাবছি। গত বছর ভাল খেলেছে। টপ অর্ডারে ব্যাট করতে পারে। পাশাপাশি ডান হাতি অফ ব্রেক বোলার।' প্রাক্তনদের পরামর্শ বেঙ্গালুরুর কর্তারা মানবে কিনা সেটাই প্রশ্ন। এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি আরসিবি। তাই এবার দলের খোল-নলচে বদলে ফেলতে চাইছেন তাঁরা।