আজকাল ওয়েবডেস্ক: টেস্ট সেঞ্চুরির ক্ষেত্রে তিনি ও মহেন্দ্র সিং ধোনি একই বিন্দুতে দাঁড়িয়ে। দু' জনেরই টেস্ট শতরানের সংখ্যা ছয়। বাংলাদেশের বিরুদ্ধে চাপের মুখে সেঞ্চুরি করার পরে তাঁর সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

কিন্তু তিনি ঋষভ পন্থ এমন তুলনায় বিশ্বাসী নন। পন্থ বললেন, ''এটা সিএসকে-র ঘরের মাঠ। মাহি ভাই এই মাঠে প্রচুর খেলেছে। তবে আমাকে নিয়ে যে তুলনা হচ্ছে, সেই প্রসঙ্গে বলব, আমি আমার মতোই থাকতে চাই। আমার সম্পর্কে কে কী বলছে, তা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই।'' 

এক সময়ে দ্রুত রান তোলার জন্য আত্মঘাতী শট খেলে আউট হয়েছেন পন্থ। তিনি সমালোচিত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন কিন্তু আগ্রাসী শট খেলা থেকে সরে আসেননি। তাঁর ক্রিকেট পাকিস্তানেরও দিল জিতে নিয়েছে। পন্থ নিজের ইনিংস সম্পর্কে বলছেন, ''পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমি। তৃতীয় দিনে বাংলাদেশ শুরুটা করেছিল স্পিনার দিয়ে। আমি জানতাম তিনটে উইকেট হারিয়েছি আমরা। ফলে ঝুঁকি নিতে একেবারেই চাইনি।''

প্রত্যাবর্তনের পন্থ ম্যাচ উইনার হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁকে নিয়ে স্বপ্ন দেখাই যায়। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করে দিয়েছে এখন থেকেই।