আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে সমস্যায় ভারত। ত্রাতার ভূমিকায় সেই ঋষভ পন্থ। টিম ইন্ডিয়া যখনই খাদের কিনারায় তখনই তাকে টেনে তুলে ধরার জন্য অবতীর্ণ হন ভারতের তারকা উইকেট কিপার। দ্বিতীয় দিনের শেষে পন্থ অপরাজিত ২৮ রানে। 

আইপিএল নিলামে ভারতের তারকা উইকেট কিপারের দর  আকাশ ছুঁয়েছে। আইপিএলে ইতিহাস গড়া পন্থ দেখিয়ে দিলেন কেন তাঁকে দলে নেওয়ার জন্য কাড়াকাড়ি চলে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে।  ভারত বিপদে পড়লেও তিনি তাঁর খেলার ধরন বদলানোর বান্দা নন। দিনের শেষে পন্থের রিভার্স পুল শট নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। 

ভারতের ইনিংসের ১৭-তম ওভারের ঘটনা। বোল্যান্ড নিখুঁত লাইন ও লেন্থে বল করছিলেন। অফস্ট্যাম্পের বাইরে শর্ট ডেলিভারি রেখেছিলেন অজি বোলার। পন্থ আগে থেকেই স্থির করে ফেলেছিলেন যতই চ্যালেঞ্জিং লাইন ও লেন্থ হোক না কেন, তিনি রিভার্স পুল শটই মারবেন। বোল্যান্ড বল করার সঙ্গে সঙ্গে পন্থ উইকেট থেকে সরে যান। তার পরে রিভার্স শটে বল বাউন্ডারিতে পাঠান। শট খেলার সময়ে দেহের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান দেশের তারকা উইকেট কিপার।  

 

?ref_src=twsrc%5Etfw">December 7, 2024

পন্থের এহেন শট দেখার পরে স্থির থাকতে পারেনি ধারাভাষ্যকাররা। রবি শাস্ত্রী উচ্ছ্বসিত এমন শট দেখে। ভারত যতই চাপে পড়ুক, পন্থ কিন্তু আগ্রাসী ক্রিকেটের রাস্তা থেকে সরে আসেননি। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া কিন্তু এগিয়ে রয়েছে। ভারত এখনও  ২৯ রানে পিছিয়ে। তৃতীয় দিনের সকালে পন্থের উপরে নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ।