আজকাল ওয়েবডেস্ক: পারথে বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টেই ভাইরাল অজি স্পিনার নাথান লায়ন এবং ঋষভ পন্থের কথোপকথন। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে লড়াকু ৩৭ রানের ইনিংস খেলেন পন্থ। তার মাঝেই ভাইরাল হল লায়ন এবং পন্থের কথোপকথন। বরাবরই নাথান লায়ন এবং ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সমর্থকদের মধ্যে জনপ্রিয়। এবার বিজিটির প্রথম দিনেই তার ঝলক চোখে পড়ল। এদিন টেস্ট চলাকালীন দুই ক্রিকেটারের এক মজার সংলাপ স্টাম্প মাইকে রেকর্ড হওয়ার পর ভাইরাল হয়ে যায়।

 

 

 

প্রথম দিনের প্রথম সেশনে, নাথান লায়ন ঋষভ পন্থের কাছে এসে প্রশ্ন করেন, ‘কোথায় যাচ্ছ নিলামে?’ পন্থ হেসে বলেন, ‘কিছু জানি না’। এই সংলাপের পর দুজনেই হেসে ফেলেন। তারপরেই অবশ্য পন্থ ফের তাঁর ব্যাটিংয়ে মনোযোগ দেন। প্রসঙ্গত, ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে এবার রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। এই খবর সামনে আসার পর থেকেই তুমুল জলঘোলা হচ্ছে ঋষভকে নিয়ে। যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকেই ঋষভ উঠে এসেছেন সেখান থেকে বিচ্ছেদের খবর জল্পনা ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। অবশেষে দিল্লি ক্যাপিটালস নিয়ে কিছুদিন আগে মুখ খোলেন ঋষভ। 

 

 

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের একটি পোস্টকে এক্স হ্যান্ডেলে শেয়ার করে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন পন্থ। সেখানে তিনি তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। পন্থের অবস্থান স্পষ্ট করার আগে সম্প্রচারকারী চ্যানেলের ওই ভিডিওতে সুনীল গাভাসকার দাবি করেন, দিল্লি ক্যাপিটালস এবং ঋষভ পন্থের মধ্যে রিটেনশন ফি নিয়ে মতবিরোধ হয়েছিল। তবে তাঁর পাশাপাশি তিনি উল্লেখ করেন, আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা অকশনে দিল্লি পন্থকে দলে ফেরানোর চেষ্টা করবে। যে পোস্টে সুনীল গাভাসকার এই দাবি করেন, সেটিকেই নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে পন্থ স্পষ্ট জানান, ‘আমাকে রিটেন না করার বিষয়টি কোনওভাবেই অর্থের জন্য ছিল না। এটা আমি স্পষ্টভাবে বলতে পারি’।