আজকাল ওয়েবডেস্ক: সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের জন্য শুক্রবার দল নির্বাচিত করবে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। ঘরোয়া ক্রিকেটে ঋষভ পন্থের প্রত্যাবর্তন নিশ্চিত। মরণ-বাঁচন ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। তবে বিরাট কোহলির খেলা নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। ডিডিসিএর এক সিনিয়র কর্তা জানান, 'শুক্রবার দুপুরে নির্বাচক কমিটির বৈঠক হবে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ঋষভ পন্থকে অধিনায়ক করা হতে পারে।' দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩৮ জনের শিবির চলছে। সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান গুরশরণ সিং দল নির্বাচন করবেন। 

দিল্লির রঞ্জি দলে তিনজন বাড়তি প্লেয়ার হিসেবে বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং হর্ষিত রানার নাম ঘোষণা করা হয়েছিল। তারমধ্যে একমাত্র পন্থ খেলবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে আছেন হর্ষিত। যার ফলে তাঁকে রঞ্জিতে পাওয়া যাবে না। কোহলির খেলা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। অর্থাৎ, বোঝাই যাচ্ছে তাঁকে সৌরাষ্ট্র ম্যাচে পাওয়া যাবে না। বোর্ড কর্তা থেকে গম্ভীর, সবাই ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিলেও, নিরুত্তাপ বিরাট। একদিন আগেই খেলার বিষয়ে নিশ্চয়তা দেন পন্থ। পুরোনো সতীর্থদের সঙ্গে আবার মিলিত হওয়ার জন্য তৈরি ভারতীয় তারকা। ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের চার নম্বরে রয়েছে দিল্লি। নকআউটে‌ যেতে সৌরাষ্ট্র এবং রেলওয়েজের বিরুদ্ধে জিততে হবে। ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তামিলনাড়ু। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চণ্ডীগড়।