আজকাল ওয়েবডেস্ক:‌ জালিয়াতি ও প্রতারকদের দল!‌ এমনটাও হয়?‌ আইসল্যান্ড ক্রিকেট আইপিএলের ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে একটি দল তৈরি করেছে। যে দলের নাম দেওয়া হয়েছে, ‘‌জালিয়াত ও প্রতারকদের’‌ দল। 


ইতিমধ্যেই হায়দরাবাদ, চেন্নাই ও রাজস্থান প্লে অফের দৌঁড় থেকে ছিটকে গেছে। প্লে অফে যাওয়ার ব্যাপারে সবচেয়ে এগিয়ে মুম্বই, গুজরাট ও আরসিবি। 
আইপিএলের শুরুতে অনেক ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছিল। কোটি কোটি টাকায় তাদের কিনেছিল ফ্রাঞ্চাইজিগুলো। কিন্তু টুর্নামেন্টের শেষে এসে দেখা যাচ্ছে ঋষভ পন্থ, বেঙ্কটেশ আইয়াররা ডাহা ফেল। পন্থ (‌২৭ কোটি)‌, আইয়ার (‌২৩.‌৭৫ কোটি)‌। তাছাড়াও রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ঈষান কিষান। যারা আইপিএলে ডাহা ফেল। অথচ দাম পেয়েছেন অনেক।


এটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় মজার মজার পোস্টের জন্য সুপরিচিত আইসল্যান্ড ক্রিকেট। ২০২৫ আইপিএলে ‘‌প্রতারকদের’‌ দল তৈরি করেছে তারা। ‘‌প্রতারক’‌ বলতে কোটি কোটি টাকায় নিয়েও যারা ব্যর্থ হয়েছেন তাদের কথাই বলতে চেয়েছে আইসল্যান্ড ক্রিকেট।


পোস্টে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘‌বৃষ্টির দিনে আপনাদের জন্য জালিয়াত ও প্রতারকদের তৈরি করেছি। যে দলে রয়েছে রাহুল ত্রিপাঠী, রাচিন রবীন্দ্র, ঈষান কিষান, ঋষভ পন্থ (‌অধিনায়ক ও উইকেটরক্ষক)‌, বেঙ্কটেশ আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন, দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, মাথিসা পাথিরানা, মহম্মদ সামি। এই দলে ‘‌নো ইমপ্যাক্ট প্লেয়ার’‌ হিসেবে রাখা হয়েছে মুকেশ কুমারকে। 


প্রসঙ্গত, এবার সবচেয়ে হতাশ করেছেন কেকেআরের বেঙ্কটেশ আইয়ার ও লখনউয়ের ঋষভ পন্থ। ২৭ কোটিতে পন্থকে নেওয়া হয়েছিল। কিন্তু ব্যাটিং গড় মাত্র ১২। একটাও ম্যাচ জেতানো ইনিংস নেই। নেই একটাও অর্ধশতরান। বেঙ্কটেশ একটি অর্ধশতরান করলেও তা যোগ্যতার সঠিক বিচার নয়।