আজকাল ওয়েবডেস্ক: দিল্লিকে সরকারিভাবে বিদায় জানালেন ঋষভ পন্থ। লখনউ যাওয়ার আগে এক আবেগপ্রবণ সোশ্যাল মিডিয়া বার্তায় তারকা উইকেট কিপার লিখলেন, ''বিদায় বলাটা সহজ নয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এই জার্নিটা এককথায় দুর্দান্ত ছিল। মাঠের রোমাঞ্চ থেকে শুরু করে চলে যাওয়ার মুহূর্ত. আমি এমনভাবে বড় হয়েছি যা কখনও কল্পনা করিনি।''
লখনউয়ের নতুন নবাব ঋষভ পন্থ। ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের সব রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ। পন্থকে নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। নিলামের সময়ে অস্ট্রেলিয়ায় টেস্ট চলছিল। সেই কারণে কোনও মন্তব্য করেননি দেশের তরুণ উইকেট কিপার।
কিন্তু পাকাপাকি ভাবে দিল্লি ছেড়ে লখনউ যাওয়ার আগে পন্থ বললেন, ''এখানে তরুণ ক্রিকেটার হিসেবে এসেছিলাম। গত ৯ বছরে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। এই পরিক্রমা আরও পরিপূর্ণ করে তুলেছো তোমরা-ভক্তরা। তোমরা আমাকে আলিঙ্গন করেছো, আমার হয়ে গলা ফাটিয়েছো এবং জীবনের কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছো।''
লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা পন্থকে দলে নেওয়ার পরে বলেছিলেন, ''ওর জন্য আমরা ২৬ কোটি ধরে রেখেছিলাম। ২৭ কোটিতে কেনায় এক কোটি বেশি হয়ে গেল। তবে পন্থ এখজন ম্যাচ উইনার। ওকে পেয়ে আমরা খুশি।''
