আজকাল ওয়েবডেস্ক: লখনউয়ের নতুন নবাব কে? উত্তরের জন্য কোনও বিশেষ পুরস্কার নেই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই নামেই ডাকা হচ্ছে ঋষভ পন্থকে। বিশাল ২৭ কোটি দিয়ে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএলের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। তারপর থেকেই পন্থকে নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে পারথে রয়েছেন ঋষভ। কিন্তু ফোনে নিশ্চয়ই অসংখ্য শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। রবিবার সৌদি আরবের জেদ্দায় প্রথম দিনের নিলামে রেকর্ড সৃষ্টি করলেন পন্থ। বেস প্রাইজ ২ কোটি থেকে ২৭ কোটিতে ওঠে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের দর।তারপর থেকে ইন্টারনেটে শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে।
এবার মেগা নিলামের আগে পন্থকে ছেড়ে দেয় দিল্লি। এদিন লখনউয়ের ২০.৭৫ কোটি দরের পর রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দিল্লি। কিন্তু ফের দর বাড়ায় সঞ্জীব গোয়েঙ্কার দল। কেএল রাহুলকে ছেড়ে দেওয়ায় পন্থের জন্য অলআউট ঝাঁপায় লখনউ। ফাইনাল বিডের পর আর রাইট টু ম্যাচ কার্ডের প্রয়োগ করেনি দিল্লি। দীর্ঘ বছর পর পন্থের সঙ্গে সম্পর্কে দাড়ি টানল দিল্লি। নিজেদের এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করে ক্যাপিটলস। ফেয়ারওয়েল বার্তার লেখা হয়, 'কোটলায় আমরা তোমাকে মিস করব রিশু।' এই প্রথম নিজের শহর ছেড়ে বাইরে আইপিএল খেলতে যাবেন ঋষভ।
