আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে রিঙ্কু সিংকে ওপেনার হিসেবে দেখছেন সাবা করিম। বোর্ডের প্রাক্তন নির্বাচক মনে করেন অভিষেক শর্মার সঙ্গে ওপেন করার জন্য উপযুক্ত কেকেআরের ফিনিশার। সাবা করিম জানান, ইনিংসের শেষদিকে নামায় নিজের প্রতিভা মেলে ধরার সময় এবং সুযোগ পান না রিঙ্কু। পাশাপাশি তাঁর আগ্রাসী ব্যাটিং স্টাইল অভিষেকের সঙ্গে মানানসই হবে। তিনি মনে করেন, ৬-৭ নম্বরে ব্যাট করায় বেশি বল খেলার সুযোগ পান না রিঙ্কু। সাবা করিম বলেন, 'অভিষেক শর্মার সঙ্গে রিঙ্কু সিংকে ওপেন করতে দেখা যেতে পারে। ছয় বা সাত নম্বরে ব্যাট করতে নেমে খুব বেশি বল খেলার সুযোগ পায় না। ভুললে চলবে না, রিঙ্কু কমপ্লিট প্লেয়ার। ও আরও বেশি বল খেলার সুযোগ পেলে, ভারতেরই লাভ। তাই ওপেনিংয়ে নামার একটা সম্ভাবনা আছে।' 

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঁচ মাসের রিহ্যাবের পর মাঠে ফিরবেন ভারতীয় পেসার। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সিনিয়রদের মধ্যে তিনি ছাড়া একমাত্র হার্দিক পাণ্ডিয়া আছেন। বাকি সব তরুণ। আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে দল গড়া হয়েছে। তিন বছর পর সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। দলে রয়েছেন নীতিশ রেড্ডি, রিয়ান পরাগ, হর্ষিত রানা। সঞ্জু স্যামসন ছাড়াও দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পান জীতেশ শর্মা।