আজকাল ওয়েবডেস্ক: তিনি ফিনিশার। তিনিই আবার রিঙ্কু কিং। এবার নতুন নাম পেলেন রিঙ্কু সিং। নীতীশ রেড্ডির সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতকে রানের এভারেস্টে পৌঁছে দেওয়ার পরে মুরলী কার্তিক বাঁ হাতি রিঙ্কুকে দিলেন নতুন নাম।
খেলার শেষে মুরলী কার্তিক বাঁ হাতি রিঙ্কুকে বললেন, ''আমি তোমাকে বলতে চাই আইস। তুমি বরফ শীতল। টেনশনের লেশমাত্র নেই তোমার চোখে। পরিস্থিতি কঠিন হলেও তুমি ঘাবড়ে যাও না। শান্ত থাকো। সেই কারণেই তোমাকে আইস বলে ডাকব এবার থেকে। এরকম পরিস্থিতির জন্য কি তুমি তৈরি থাকো? এত শান্ত থাকো কী করে?''
মুরলী কার্তিকের প্রশ্নের জবাবে রিঙ্কু বলেন, ''দীর্ঘদিন ধরে আমি এই কাজটাই করে চলেছি। হয় দেশের হয়ে, নয়তো আমার আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে বা আমার রাজ্য দলের হয়ে। দল বিপন্ন হলে কী দরকার সেটা আমার জানা। আমি কেবল টার্গেটে ফোকাস রাখি।''
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একসময়ে ভারতের তিন ব্যাটার দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু নীতীশ রেড্ডি ও রিঙ্কু সিং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নীতীশ আরও বিপজ্জনক হয়ে ধরা দেন। রিঙ্কু বলেন, ''আমি মাহি ভাইয়ের সঙ্গে কথা বলি। আমাকে খুব সাহায্য করে। দল দ্রুত উইকেট হারালে ব্যাটারের কী করা উচিত, সেই বিষয়ে আমাকে পরামর্শ দেন।''
রিঙ্কু সিং মুগ্ধ করে চলেছেন। কী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, কী জাতীয় দলের হয়ে।
