আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল, রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের মতপার্থক্য রয়েছে। প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গেও মতের মিল হচ্ছে না টিম ইন্ডিয়ার হেড কোচ এবং অধিনায়কের। এবার সেটাকে গুজব বলে উড়িয়ে দিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, 'সম্পূর্ণ ভুল বিবৃতি। কোচের সঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যানের কোনও সমস্যা নেই। কোচ এবং অধিনায়কের মধ্যেও কোনও ঝামেলা নেই।' অস্ট্রেলিয়া সফরে ডাহা ব্যর্থ হন রোহিত শর্মা, বিরাট কোহলি। তাঁদের ফর্ম নিয়ে রাজীব শুক্লা বলেন, 'যেকোন খেলাতেই ফর্ম না অফফর্ম থাকে। সবসময় এক চলতে পারে না। এটা জীবনের অঙ্গ। রোহিতের যখন মনে হয়েছে ও ফর্মে নেই, নিজেকে সিডনি টেস্ট থেকে সরিয়ে নিয়েছে।' ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার পাশেই দাঁড়ালেন বোর্ডের শীর্ষকর্তা।
১৮ বা ১৯ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে। রাজীব শুক্লা জানালেন, নির্বাচক কমিটির সঙ্গে আলোচনায় বসবেন বোর্ডের নবনির্বাচিত সচিব। তারপরই দল ঘোষণা করা হবে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টুর্নামেন্ট। দুবাইয়ে ভারতের ম্যাচগুলো হবে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত-পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ লিগের ম্যাচ। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।
