আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার ইংল্যান্ড পাড়ি দেবে শুভমন গিল অ্যান্ড কোম্পানি। রোহিত শর্মা, বিরাট কোহলি পরবর্তী যুগের সূচনা হতে চলেছে। কিন্তু কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে গিলকে। রিকি পন্টিং মনে করেন, তরুণ অধিনায়কের জন্য কাজটা মোটেই সহজ হবে না। আসন্ন টেস্ট সিরিজে কত নম্বরে শুভমনের ব্যাট করা উচিত, সেটাও জানিয়ে দেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি মনে করেন, চার নম্বরে ব্যাট করা উচিত গিলের। পন্টিং বলেন, 'সাদা বলের ক্রিকেটে ও দারুণ ফর্মে আছে। তবে টেস্ট ম্যাচে ব্যাটিংয়ে একটু খাটতে হবে। নতুন অধিনায়ক হওয়ার পর এটা মোটেও সহজ কাজ হবে না। নতুন দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ডের মাটিতে সেই পর্যায় ব্যাটিং খুব সহজ হবে না।'
টেস্টে ওপেনার হিসেবে শুরু করেছিলেন গিল। তারপর তিন নম্বরে নামেন। এবার বিরাট কোহলির চার নম্বর জায়গায় হয়ত দেখা যাবে তাঁকে। অস্ট্রেলিয়ান তারকা মনে করেন, এটাই স্ট্র্যাটেজিক মুভ হওয়া উচিত টিম ইন্ডিয়ার। দাবি, সেক্ষেত্রে শুভমনের ওপর চাপ কমবে। পন্টিং বলেন, 'যদি যশস্বী জয়েসওয়াল এবং সাই সুদর্শন ওপেন করে, তিন নম্বরে অভিজ্ঞ কাউকে লাগবে। কেএল রাহুল বা করুণ নায়ারকে খেলানো যেতে পারে। তাহলে শুভমনকে চারে নামানো যেতে পারে। অধিনায়কত্বে অভ্যস্ত হয়ে গেলে তারপর আবার তিনে উঠে আসতে পারে।' সতর্কবাণী দিলেও গিলের প্রশংসা করেন পন্টিং। প্রাক্তন অজি তারকা মনে করেন, বাড়তি দায়িত্ব শুভমনের মাথা ঘুরিয়ে দেবে না। আরও দশ বছর ভারতীয় ক্রিকেট শাসন করবে গিল। তাই ব্যাটন সঠিক হাতেই গিয়েছে।
