আজকাল ওয়েবডেস্ক: টি-টেয়েন্টি বশ্ব চ্যাম্পিয়ন রোহিত শর্মার ভারত। ওয়ানডে বিশ্বকাপে রানার্স আপ।
অস্ট্রেলিয়া আবার পঞ্চাশ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন। সম্প্রতি নিজেদের ঘরে ভারতকে বিধ্বস্ত করেছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনাই বেশি।
অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পেন্টিংও তেমনটাই মনে করছেন। পন্টিং বলেছেন, ''ভারত ও অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যাওয়া কঠিন। দু'দেশের ক্রিকেটাররা মানসিক দিক থেকে শক্তিশালী জায়গায়। অতীতে যখনই আইসিসির টুর্নামেন্ট হয়েছে অবধারিত ভাবে ভারত ও অস্ট্রেলিয়াকে দেখা গিয়েছে।''
তবে পাকিস্তানকে হিসেবের বাইরে রাখা যায় না। পাকিস্তানও ফাইনাল খেলতে পারে। পন্টিংয়ের কথায়, ''পাকিস্তান এখন ভাল খেলছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ওয়ানডেতে সত্যিই বাল খেলেছে। বড় টুর্নামেন্টে পাকিস্তান খুব আনপ্রেডিক্টেবল দল।''
