আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপের আগেই খারাপ খবর দক্ষিণ আফ্রিকা দলের জন্য। চোটের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি–২০ বিশ্বকাপে খেলতে পারবেন না টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা। তাঁদের দল থেকে বাদ দিতে হয়েছে। পরিবর্তে দলে এসেছেন রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ডি জর্জি। দক্ষিণ আফ্রিকা টি–২০ লিগে খেলতে গিয়ে কলারবোনে চিড় ধরেছে ফেরেইরার। দুই ক্রিকেটারকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিশ্বকাপের আগে তাঁদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। ফলে তাঁদের বাদ দিতে হয়েছে।
রিকেলটন ও স্টাবস ভাল ফর্মে না থাকায় তাঁদের প্রাথমিক দলের বাইরে রেখেছিল প্রোটিয়ারা। এবার ওপেনার ডি জর্জির বদলে ওপেনার রিকেলটন ও মিডল অর্ডার ব্যাটার ফেরেইরার বদলে একই জায়গায় খেলা স্টাবসকে দলে নেওয়া হয়েছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে গিয়ে পেশিতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে খেলতে পারবেন না তিনি। তাঁর চোটের দিকে নজর রাখা হচ্ছে। বিশ্বকাপে মিলার খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে তাঁর চোট কতটা সারে, তার উপর।
প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপে গ্রুপ ডি–তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ ফেব্রুয়ারি কানাডার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। ১১ ফেব্রুয়ারি আফগানিস্তান, ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ১৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে গতবারের রানার্সরা।
