আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দলে থাকবেন শুভমন গিল, যশস্বী জয়েসওয়ালরা? ইংল্যান্ড টেস্ট সিরিজে দুই ক্রিকেটারই দুর্দান্ত ছন্দে ছিলেন। এখন কিছুদিনের বিরতি। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। আগামী বছরের টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টুর্নামেন্ট হবে টি২০ ফর্ম্যাটে। সেই টুর্নামেন্টে বড় দায়িত্ব পেতে চলেছেন টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল ও টেস্ট ওপেনার যশস্বী জয়েসওয়াল।
এটা ঘটনা, সাম্প্রতিক সময়ে খুব একটা টি২০ খেলতে দেখা যায়নি গিল–যশস্বীকে। দু’জনেই শেষবার কুড়ি–বিশের ক্রিকেটে নেমেছিলেন ২০২৪ সালের ৩০ জুলাই। কিন্তু এশিয়া কাপে সম্ভবত তাঁদের আর ‘উপেক্ষা’ করা হবে না। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা। যদিও সদ্য সমাপ্তে টেস্ট সিরিজে দু’জনেই যেরকম ফর্মে ছিলেন, তাতে নির্বাচক মহল কিছুটা হলেও দ্বিধায় রয়েছে। দু’জনকেই এশিয়া কাপের দলে দেখা যেতে পারে। ফলে দলকে সাফল্য দিতে বড় দায়িত্ব নিতে হবে তাঁদের।
আরও পড়ুন: বলে ভেসলিন লাগিয়ে ওভাল টেস্ট জিতেছে ভারত! অদ্ভুত দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের
এদিকে, এশিয়া কাপ শেষ হওয়ার পরই আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। গিল যেহেতু টেস্ট অধিনায়ক এবং ইংল্যান্ডে ৫ টেস্টের পর আরও শেখার সুযোগ রয়েছে, তাই সেখানে তাঁকে দেখা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হল, পরপর দুই টুর্নামেন্টে খেললে একেবারেই বিশ্রাম পাবেন না গিল। যশস্বীর ক্ষেত্রেও একই বক্তব্য। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘আপাতত পাঁচ সপ্তাহ ছুটি রয়েছে। টি২০ তে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা যেরকম ফর্মে আছেন, তাতে ওদের বাদ দেওয়া মুশকিল। যদিও গিল–যশস্বী ছাড়া সাই সুদর্শনকেও টি২০ তে সুযোগ দেওয়া যেতে পারে। ১৭ জনকে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকদের সাবধান থাকতে হবে।’
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। দুবাই ও আবুধাবিতে হবে খেলা। এ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচ দুবাইয়ে হওয়ার কথা।
আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজ মিটতেই বুমরাকে নিয়ে কড়া পদক্ষেপ বোর্ডের, আবার কবে মাঠে ফিরবেন তারকা পেসার?...
এদিকে, জসপ্রীত বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে বেজায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কঠিন সিরিজের মধ্যে তিনটেতে খেলেন তারকা পেসার। এরপর এশিয়া কাপ। কিন্তু সেই টুর্নামেন্টে অনিশ্চিত বুমরা। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিরিজ এবং ম্যাচের কথা ভেবে এবার তারকা পেসারকে সব সিরিজে খেলানো হবে না। তাঁকে যথাসম্ভব বেশি বিশ্রাম দেওয়ার পক্ষপাতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী তেমনই জানা যাচ্ছে। সর্বোচ্চ স্তরে তাঁর কেরিয়ার দীর্ঘমেয়াদী করতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে খেলাতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। পরের বছর মার্চ এবং এপ্রিলে ঘরের মাঠে টি২০ বিশ্বকাপ। সেটাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য তাঁকে ফিট রাখতে চায়।
