আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে বেজায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কঠিন সিরিজের মধ্যে তিনটেতে খেলেন তারকা পেসার। এরপর এশিয়া কাপ। কিন্তু সেই টুর্নামেন্টে অনিশ্চিত বুমরা‌। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিরিজ এবং ম্যাচের কথা ভেবে এবার তারকা পেসারকে সব সিরিজে খেলানো হবে না। তাঁকে যথাসম্ভব বেশি বিশ্রাম দেওয়ার পক্ষপাতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী তেমনই জানা যাচ্ছে। সর্বোচ্চ স্তরে তাঁর কেরিয়ার দীর্ঘমেয়াদী করতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে খেলাতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। পরের বছর মার্চ এবং এপ্রিলে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। সেটাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য তাঁকে ফিট রাখতে চায়।

চলতি বছরের শুরুতে পিঠে অস্ত্রোপচার হয় বুমরার। যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। আইপিএলের একটা অংশে ছিলেন না। তারপর ইংল্যান্ড সিরিজের আগে অজিত আগরকর এবং গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে তিনটে টেস্টে খেলানো হবে। কাকতালীয়ভাবে, ইংল্যান্ডে যে দুটো টেস্টে বুমরা খেলেনি, সেই দুটো টেস্টই জিতেছে ভারত। এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আরও সাহস যোগাচ্ছে। তাঁর অনুপস্থিতিতে পাঁচ টেস্টে ২৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। তিন টেস্টে আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণ যথাক্রমে ১৩ এবং ১৪ উইকেট নেন। বোর্ডের এক সূত্র জানায়, বুমরার ফিটনেসকে অগ্রাধিকার দেওয়া হবে। শোনা যাচ্ছে, তিন ফরম্যাটে খেলার ইচ্ছাপ্রকাশ করেন তারকা পেসার। তবে বোর্ডের মেডিক্যাল দল বুমরাকে নিয়ে ম্যানেজমেন্টকে সতর্ক করেছে। তাঁরা জানায়, আবার চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। বিসিসিআইয়ের এক সূত্র জানান, 'বোর্ডের মেডিক্যাল স্টাফদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। ওরাও আমাদের সতর্ক করেছে। বিশেষ করে বুমরার ক্ষেত্রে।‌ যে একাই ম্যাচ জেতাতে পারে। ওকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করা হবে।' 

আগের দিন সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্রয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন তারকা পেসার। ব্যাটার‌ এবং বোলারদের তালিকায় শীর্ষে দুই ভারতীয়। শুভমন গিল এবং মহম্মদ সিরাজ। ওভালে ৬ রানে জিতে সিরিজ ২-২ করে টিম ইন্ডিয়া। শুভমন গিলদের অভিনন্দন জানিয়ে বুমরা লেখেন, 'অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং চিত্তাকর্ষক সিরিজ থেকে আমরা স্মরণীয় মুহূর্ত নিয়ে ফিরছি। এবার পরের দিকে তাকিয়ে।' তারকা পেসারের এই পোস্ট ধোঁয়াশা বাড়িয়ে দিয়েছে। চিন্তায় পড়ে গিয়েছে ফ্যানরা। এরপর কোন সিরিজে আবার বুমরাকে দেখা যাবে, এটাই আসল প্রশ্ন। পরের মাসে এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে দু'বার মুখোমুখি হতে পারে ভারত। তবে এখনও এই টুর্নামেন্টে তারকা পেসারের খেলা নিশ্চিত নয়।