আজকাল ওয়েবডেস্ক:‌ রিয়েল মাদ্রিদের মতো ধারাবাহিক দল হয়তো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নেই। সেই রিয়েলকেই হারিয়ে চমকে দিল আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে আর্সেনালের জয় ৩–০ গোলে। ফিরতি লেগ হবে সান্তিয়াগো বার্নিবুতে।


১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছে রিয়েল। গতবারের চ্যাম্পিয়ন তারা। সেই দলকেই হারিয়ে দিল আর্সেনাল। ফ্রিকিক থেকে জোড়া গোল করলেন ডেকলান রাইস। যার প্রথমটা ৫৮ মিনিটে। দ্বিতীয়টি ৭০ মিনিটে। ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল স্প্যানিল ফুটবলার মিকেল মেরিনোর। তার উপর খেলা শেষের সংযুক্তি সময়ে লাল কার্ড দেখে সমস্যা বাড়ালেন রিয়েলের স্প্যানিল মিডফিল্ডার কামাভিঙ্গা।


খেলায় প্রাধান্য বেশি ছিল আর্সেনালেরই। কিন্তু প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটের মধ্যে রিয়েল খেল ৩ গোল। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামেরা শুরু থেকে খেললেও কোনও প্রভাব ফেলতে পারলেন না।


এখন যা পরিস্থিতি ফিরতি লেগে অন্তত চার গোলে জিতে সেমিফাইনালে যেতে হবে রিয়েলকে। আর তিন গোলে জিতলে খেলা যাবে টাইব্রেকারে। ফলে কঠিন লড়াই ভিনিসিয়াসদের সামনে।


অন্য কোয়ার্টার ফাইনালে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল ইতালির ক্লাব ইন্টার মিলান। ৩৮ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টিনার ফুটবলার লাউতারো মার্তিনেজ। ৮৫ মিনিটে সেই গোল শোধ করে দেন টমাস মুলার। কিন্তু তিন মিনিট পরে গোল করেন ইন্টারের ডেভিড ফ্রাত্তেসি। ২–১ গোলে জিতে মাঠ ছাড়ে ইন্টার। ফিরতি পর্বে ইতালির মাঠে গিয়ে খেলতে হবে বায়ার্নকে। কাজটা যথেষ্ট কঠিন।