আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে ৪–২ গোলে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদকে। প্রি–কোয়ার্টারে ঘরের মাঠে প্রথম লেগে ২–১ জিতেছিল রিয়াল। কিন্তু ফিরতি লেগে অ্যাটলেটিকোর বিরুদ্ধে ৯০ মিনিটে রিয়াল পিছিয়ে ছিল ১ গোলে। খেলার একেবারে প্রথম মিনিটেই গোল করেন কোনর কালাঘার। তারপর আর গোল হয়নি। দুই লেগ মিলিয়ে ২–২ থাকায় ফলে খেলা যায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় টাইব্রেকার। সেখানেই বাজিমাত করে যায় রিয়াল। টাইব্রেকারে দুর্ভেদ্য হয় ওঠেন রিয়াল গোলকিপার কুর্তোয়া।
এদিকে কোয়ার্টারে উঠে গেল আর্সেনালও। ঘরের মাঠে প্রথম লেগে আর্সেনাল ৭–১ গোলে উড়িয়ে দিয়েছিল ডাচ ক্লাব পিএসভি আইন্ডহোভেনকে। আর ফিরতি লেগের খেলা ২–২ শেষ হয়। দুই লেগ মিলিয়ে ৯–৩ জিতে কোয়ার্টারে উঠে গেল আর্সেনাল।
সেমিফাইনালে আর্সেনাল খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
তবে টাইব্রেকারে জুলিয়ান আলভারেসের শট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেষ আটে গিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলাও।
এটা ঘটনা ৭০ মিনিটে বক্সের মধ্যে এমবাপেকে ফেলে দেওয়ায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। ভিনিসিয়াস গোল করতে পারলে সেখানেই খেলা শেষ হয়ে যেত।
টাইব্রেকারে রিয়ালের হয়ে গোল করেন এমবাপে, জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভার্দে এবং আন্তোনিয়া রুডিগার। লুকাস ভাজকুয়েজের শট আটকান আতলেতিকো গোলরক্ষক। তবে আলভারেজের শট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার। তাঁর বাঁ পা আগে বলের সঙ্গে লাগে। মাটিতে পড়তে পড়তেই ডান পায়ের শটে গোল করেন। প্রথমে রেফারি বুঝতে পারেননি। রিয়াল গোলরক্ষক কুর্তোয়া আবেদন করেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) জানান, বলে দু’বার আলভারেজের পা লেগেছে। ফলে নিয়ম অনুযায়ী সেই গোল বাতিল করা হয়। এরপর আতলেতিকোর মার্কোস লোরেন্তে শট মিস করলে রিয়াল এগিয়ে যায়। পঞ্চম শটে রুডিগার রিয়ালের জয় নিশ্চিত করেন।
