আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে খেলতে গিয়ে ফের চোট পেলেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের মেডিক্যাল বিভাগ ফরাসি স্ট্রাইকারের চোটের খবর নিশ্চিত করেছে। তবে তিনি ফের কবে মাঠে পারবেন তার কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। রিয়ালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘মেডিক্যাল পরীক্ষার পর জানা গেছে, কিলিয়ান এমবাপ্পের বাঁ পায়ের উরুতে চোট লেগেছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে’। গত মঙ্গলবার আটালান্টার বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে ১০ মিনিটে গোল করেন এমবাপ্পে। কিন্তু ম্যাচের ৩৬ মিনিটে তিনি উরুর পেশীতে ব্যথা অনুভব করেন এবং তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

 

 

এমবাপ্পের পরিবর্তে মাঠে নামানো হয় রড্রিগোকে। ম্যাচের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলত্তি বলেন, ‘এমবাপ্পের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হচ্ছে। এটা খুব গুরুতর মনে হচ্ছে না, তবে আবার পরীক্ষা করা হবে। তিনি দৌড়াতে পারছিলেন না, ব্যথা অনুভব করছিলেন, তাই তাকে তুলে নেওয়া ভাল বলে মনে করেছি’। মঙ্গলবারের ম্যাচে এমবাপ্পে শুরু থেকেই নিজের জাত চেনাচ্ছিলেন। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এটি তাঁর অন্যতম সেরা পারফরম্যান্স ছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তিনি একটি সুযোগ পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত ১০ মিনিটের মাথায় চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৫০তম গোলটি করেন। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে শনিবার। এরপর ১৮ ডিসেম্বর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল এবং ২২ ডিসেম্বর সেভিয়ার বিপক্ষে আরেকটি লা লিগা ম্যাচ রয়েছে। এমবাপ্পের চোটের কারণে তিনি এই ম্যাচগুলোতে আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।