আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংস (CSK) থেকে রবীন্দ্র জাদেজার বিদায়ের জল্পনা দিন দিন আরও জোরালো হচ্ছে। এরই মধ্যে জাদেজার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎই উধাও হয়ে যাওয়ায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে।

চেন্নাইয়ের সাফল্যের অন্যতম কারিগর জাদেজা দলকে ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে শিরোপা জিতিয়েছেন। এমনকি ২০২২ সালের আইপিএল মরশুমে কিছু ম্যাচে চেন্নাইয়ের হয়ে অধিনায়কত্বও করেছিলেন তিনি।

তবে সূত্রের খবর, ২০২৬ সালের আইপিএলের আগে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম বড় ট্রান্সফার হতে চলেছে। জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার পরিকল্পনা করছে চেন্নাই।

এর বিপরীতে ট্রেড চুক্তিতে জাদেজাকে পাঠানো হতে পারে রাজস্থানে। তবে চমকের এখানেই শেষ নয়। ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানও এই সম্ভাব্য চুক্তির অংশ হতে পারেন।

তাঁর রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমএস ধোনির পরবর্তী যুগের জন্য দল সাজাতে মরিয়া চেন্নাই সুপার কিংস। সেই লক্ষ্যেই স্যামসনকে ভবিষ্যতের ব্যাটিং ও নেতৃত্ব শক্তি হিসেবে দেখা হচ্ছে।

তবে জাদেজার সম্ভাব্য বিদায়ে হতাশ ও আবেগপ্রবণ হয়ে পড়েছেন চেন্নাই সমর্থকদের একাংশ। সিএসকে ম্যানেজমেন্টের এক শীর্ষকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সঞ্জু স্যামসনের জন্য আলোচনার প্রক্রিয়া সক্রিয়ভাবে চলছে।

অন্যদিকে, রাজস্থান রয়্যালস এখন প্রস্তাবটি ভেবে দেখছে বলে জানা গিয়েছে। এই জল্পনার মাঝেই সোমবার সকালে দেখা যায়, জাদেজার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘royalnavghan’ আর খোলা যাচ্ছে না।

ফলে ধারণা করা হচ্ছে, সাময়িকভাবে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেছেন জাড্ডু। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় জাদেজা প্রায়ই তার ব্যক্তিগত জীবন ও সিএসকের প্রতি ভালবাসার ঝলক শেয়ার করে থাকেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

আচমকাই এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন ভক্তরাও। রবীন্দ্র জাদেজা এবং স্যাম করনকে নিতে চাইছে রাজস্থান। তবে হঠাতই একটি বদল এসেছে। জাদেজার রাজস্থানে আসা প্রায় নিশ্চিত। কিন্তু দ্বিতীয় প্লেয়ারের নাম নিয়ে এখনও ভাবছে তাঁরা।

সিএসকে করনকে ট্রেড করতে চাইছে। কিন্তু রাজস্থান দ্বিতীয় প্লেয়ার হিসেবে অন্য একজনকে চাইছে। তাঁদের পছন্দ মাথিসা পথিরানা। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, চেন্নাই শ্রীলঙ্কার স্পিনারকে নিতে চায় না।

জাদেজাকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে রাজস্থান। কিন্তু স্যাম করনের পরিবর্তে পথিরানাকে চাইছে। রিপোর্টে বলা হয়েছে, জাদেজা রাজি হওয়ার পরই তাঁকে ট্রেড করার কথা ভেবেছে সিএসকে।

এই সিদ্ধান্ত নেওয়ার আগে এমএস ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় এবং স্টিফেন ফ্লেমিংয়ের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আইপিএলের প্রথম দু'বছর রাজস্থানে ছিলেন জাদেজা। কিন্তু কোটিপতি লিগে অধিকাংশ সময় চেন্নাইয়ে কাটান।

শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারই নয়, ২০২২ আইপিএলের আগে ধোনি সরে যাওয়ার পর জাদেজাকে অধিনায়ক করা হয়। অন্যদিকে ২৭ বছরের অলরাউন্ডার চেন্নাইয়ের পাশাপাশি পাঞ্জাব কিংসেও খেলেন।

পাথিরানা সিএসকের প্রোডাক্ট। তাঁকে তৈরি করা হচ্ছে। এদিকে ১১ বছর ধরে রাজস্থানে আছেন সঞ্জু। আগের আইপিএলের পর উইকেটকিপার ব্যাটার স্পষ্ট জানান, ফ্র্যাঞ্চাইজি বদলের কথা ভাবছেন।

ট্রেড সম্পূর্ণ করতে আইপিএলের গভার্নিং কাউন্সিলের কাছে আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্লেয়াররা লিখিত অনুমোদন দিলে, দুই দলের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে। যা গভার্নিং বডিতে পাস করাতে হবে।