আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টের আগে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক ঋষভ পন্থকে একটি পরামর্শ দিলেন রবিচন্দ্রন অশ্বিন। লিডসে প্রথম টেস্টে জোড়া শতরান করেন ভারতের সহ অধিনায়ক। কিন্তু তাঁর দুটো একশো দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। এবার পন্থকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন প্রাক্তন তারকা স্পিনার। জানান, পরের বার একশো পার করলে, দ্বিশতরানের চেষ্টা করা উচিত। নিজের ইউ টিউব চ্যানেল 'অ্যাশ কি বাত' এ অশ্বিন বলেন, 'ব্যাটার হিসেবে ঋষভ দারুণ খেলেছে। ওর রক্ষণ খুবই শক্তিশালী। বইয়ে এমন কোনও শট নেই যা ও খেলতে পারে না। আমার মাঝেমধ্যে মনে হয়, আমি যদি গৌতম গম্ভীর বা শুভমন গিল হতাম, ওকে আলাদা করে ডেকে বলতাম, ভাই তুমি অসাধারণ ব্যাট করেছ। তবে পরের বার যখন ১৩০ রানে ব্যাট করছো, তোমাকে কি দ্বিশতরানের অনুরোধ করতে পারি? তুমি জানো লোয়ার অর্ডারের থেকে আমরা খুব বেশি প্রত্যাশা করতে পারব না। তাই শেষ উইকেট পর্যন্ত টিকে থাকো।' পন্থকে এমন অনুরোধের পরামর্শ দেন অশ্বিন। পাশাপাশি ভূয়সী প্রশংসা করেন। অশ্বিন বলেন, 'ও অসাধারণ ব্যাটার। দুর্দান্ত ক্রিকেটার। প্রতিভাবান প্লেয়ার।'
ঋষভ পন্থ অসাধারণ খেললেও কোনও ব্যক্তিগত পারফরম্যান্সের প্রশংসা করেননি গম্ভীর। প্রথম টেস্টের ইতিবাচক দিক নিয়ে প্রশ্ন করা হলে, পন্থের জোড়া শতরানকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি টিম ইন্ডিয়ার হেড কোচ। বলেন, রেজাল্টই আসল। যা তাঁর দল দিতে পারেনি। পন্থের শতরান নিয়ে গম্ভীর বলেন, 'আরও তিনটে শতরান আছে। সেগুলোও ইতিবাচক দিক। ধন্যবাদ।' এক লাইনেই নিজের মনোভাব ব্যক্ত করেন। বরং জোর দেন পাঁচটি শতরানের ওপর। জানান, টেস্ট হারলেও এক ম্যাচে পাঁচ শতরান দুর্দান্ত শুরু।
