আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে রবিচন্দ্রন অশ্বিনের। হোম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পথে। তাঁকে ছেড়ে দিচ্ছে চেন্নাই। ধোনির দলে খেলার পাশাপাশি সিএসকে অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশনস পদে আছেন অশ্বিন। সেই পদ থেকেও ইস্তফা দেবেন তারকা স্পিনার। যাতে ভবিষ্যতে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলে স্বার্থের সংঘাত না হয়। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নিজের সিদ্ধান্ত সিএসকে ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন অশ্বিন। যদিও এর আসল কারণ এখনও জানা যায়নি। সম্প্রতি প্লেয়ারদের সঙ্গে বৈঠকে বসে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট। সেই মিটিংয়ে ছিলেন এমএস ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড়। 

দশ বছর পর সিএসকেতে ফেরেন অশ্বিন। ৩৮ বছরের তারকাকে ৯.৭৫ কোটিতে কেনে চেন্নাই। গতবছর ন'টি ম্যাচ খেলেন। ২০০৯ থেকে আইপিএল খেলছেন অশ্বিন। ২২০ ম্যাচে ১৮৭ উইকেট সংগ্রহ করেন। ইকোনমি রেট ৭.২৯। চেন্নাই সুপার কিংস থেকেই কোটিপতি লিগে যাত্রা শুরু হয় তাঁর। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেন। তারপর দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসে খেলেন। গতবছর আবার চেন্নাইয়ে ফেরেন। তবে ঘরে ফিরলেও পারফরম্যান্স আগের মতো ছিল না। ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট নেন। ইকোনমি রেট ৯.১৩। ব্যাট হাতে কোনও অবদান রাখতে পারেননি। সাধারণত আইপিএলে অলরাউন্ড পারফরম্যান্স থাকে তারকা ক্রিকেটারের। কিন্তু গতবছর পুরো অফকালার ছিলেন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে।

অশ্বিনের চেন্নাই ছাড়ার খবরের সঙ্গে রাজস্থান রয়্যালসের থেকে সঞ্জু স্যামসনের রিলিজ চাওয়া খুবই তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে, তাঁর পরিবর্তে উইকেটকিপার ব্যাটারকে নিচ্ছে চেন্নাই। অর্থাৎ আবার ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন। অগাদ অভিজ্ঞতা এবং আইপিএলের ট্র্যাকরেকর্ড অনুযায়ী বাকি ফ্র্যাঞ্চাইজিদের দৃষ্টি আকর্ষণ করবেন অশ্বিন। তবে প্রশ্ন হল, তিনি কি আগামী বছরের নিলামে উঠবেন? নাকি তার আগেই কোনও দলে যোগ দেবেন? গোটা আইপিএল কেরিয়ারে বলের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর ইকোনমি রেট ৭.২৯। দুই ইনিংস মিলিয়ে দীর্ঘদিন চেন্নাইয়ে ছিলেন। তারকা স্পিনার ছেড়ে দিলে, নতুন করে স্পিন বিভাগ সাজাতে হবে চেন্নাইকে। ক্রিকেট পণ্ডিতরা‌ মনে করছেন, অশ্বিনকে ছেড়ে ধোনির পরিবর্ত হিসেবে সঞ্জুকে নিচ্ছে সিএসকে। তিনি রাজস্থানের কাছে রিলিজের জন্য আবেদন করেছেন। অথচ, মাত্র একদিন আগেই রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে জানানো হয়, সঞ্জুকে এখনই ছাড়া হচ্ছে না। যা শুনে কিছুটা স্বস্তি পায় ধোনি ভক্তরা। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে এই ডেভেলপমেন্ট আবার চিন্তা বাড়ল ফ্যানদের। সঞ্জু চেন্নাইয়ে যোগ দিলে, এই পরিস্থিতিতে দলের একনম্বর উইকেটকিপার হবেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন একটাই, শেষ আইপিএল কি খেলে ফেলেছেন এমএস ধোনি?