আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের পরে পঞ্চাশ ওভারের ফরম্যাটের কী হবে? 

বিরাট কোহলি ও রোহিত শর্মা ওয়ানডে ফরম্যাটের উত্তেজনা বাঁচিয়ে রেখেছেন। দুই তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে নেমেছেন। ঘরোয়া ক্রিকেটের প্রতি ভক্তদের উৎসাহ বেড়ে গিয়েছে। কিন্তু কোহলি-রোহিতের পরে কী হবে? 

বেড়ে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটের দৌরাত্ম্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটও বাড়ছে। ধীরে ধীরে কি ওয়ানডে ফরম্যাট অবলুপ্তির পথে হাঁটা লাগাবে? 

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেন, ''২০২৭ বিশ্বকাপের পরে ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ সম্পর্কে আমি নিশ্চিত নই। আমি এ নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন। দর্শকরা কোন ফরম্যাট দেখতে পছন্দ করে। আমার মনে হয় টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের এখনও কৌতূহল রয়েছে। কিন্তু ওয়ানডে ক্রিকেটের প্রতি মানুষের খুব একটা উৎসাহ রয়েছে কিনা জানা নেই।'' 

রোহিত ও কোহলি ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের পরে তার প্রতি আগ্রহ বেড়ে গিয়েছে এদেশের ক্রিকেটভক্তদের। দুই তারকা ক্রিকেটার যে প্রান্তে খেলেছেন সেই ৃ প্রান্তে দর্শকদের ভিড় বেড়েছে। অশ্বিন বলছেন, ''রোহিত আর বিরাট বিজয় হাজারে ট্রফিতে ফেরার পর থেকেই মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে এই ঘরোয়া টুর্নামেন্টের উপরে। কিন্তু এই দুই তারকা অবসর নিলে ওয়ানডের কী হবে?'' 

টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাবের পর থেকে ওয়ানডের গুরুত্ব কমতে শুরু করেছে। অশ্বিন বলছেন, ''একসময়ে ওয়ানডে ফরম্যাটের গুরুত্ব ছিল। এমএস ধোনির মতো ক্রিকেটার এই ফরম্যাটে ১০-১৫ ওভার পর্যন্ত সিঙ্গলস নিত, তার পরে শেষের দিকে ঝড় তুলত।'' 

টি-টোয়েন্টির এই যুগে ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অশ্বিন আইসিসি-কে এগিয়ে আসতে বলছেন। ফিফা ঠিক যেভাবে ফুটবলকে জনপ্রিয় করে তুলেছে, আইসিসি-রও উচিত ঠিক সেই ভাবেই ক্রিকেট পরিচালনা করা।