আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা রবীন্দ্র জাদেজার ভবিষ্যৎ কী? তীব্র জল্পনা শুরু হয়েছে বর্ডার গাভাসকার ট্রফির পর। সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা হচ্ছে। তবে সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ক্রিকেট নিয়ে আলোচনা করুন। ক্রিকেটারদের অবসর নিয়ে নয়।
ব্রিসবেন টেস্টের পর আচমকাই অবসর নিয়েছিলেন অশ্বিন। এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। সফরের মাঝপথে এভাবে আচমকা অবসর ঘোষণা করায় ড্রেসিংরুমের সমস্যাকেই বড় করে দেখা হয়েছিল। সেই অশ্বিন এবার বলছেন, ‘সদ্য অবসর নিয়েছি। তাই এই বিষয়ে কথা বলা মতামত দেওয়া খুব কঠিন। রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা রবীন্দ্র জাদেজা কী ভাবছে, এই বিষয়ে কিছু বলা আমার সাজে না। প্রত্যেকের নিজস্ব মতামত আছে। তারাই বলবে পারবে কি করবে না করবে।’
সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের সমালোচনার বিষয়টিও মেনে নিতে পারছেন না অশ্বিন। তাঁর কথায়, শচীনের ভক্ত হলেও রাহুল দ্রাবিড়কে কেন আমি অপছন্দ করব। অশ্বিন বিষয়টি বুঝিয়ে বলেছেন, ‘এখন সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ভীষণ আক্রমণ করে। আমি সবসময় ক্রিকেট নিয়ে আলোচনা করতে ভালবাসি। ক্রিকেটারদের মান নিয়ে নয়।’ অশ্বিনের কথায়, ‘ধরুন আমি শচীনের ভক্ত। তাই বলে রাহুল দ্রাবিড় অপছন্দ নয়। তবে হ্যাঁ, শচীনের খেলা বেশি ভাল লাগে। আর অনিল কুম্বলেকে রোল মডেল মনে করি। হরভজনের বোলিংও পছন্দ।’
রান না পেলেও রোহিত ও বিরাটের পাশে দাঁড়িয়েছেন অশ্বিন। তাঁর আশা, শীঘ্রই দুই ক্রিকেটার ছন্দে ফিরবে।
