আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াচ্ছে। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপের আগে বলে দিলেন, ২০২৬ বিশ্বকাপ কেউ দেখবেই না।
অশ্বিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে আইসিসিকে দুষেছেন। এবার দলের সংখ্যাবৃদ্ধি হয়েছে। কিন্তু তাতে খেলার গুণগত মান কমবে বলেই অনুমান অশ্বিনের।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না। ভারতের সঙ্গে কাদের খেলা একবার দেখুন। ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত-নামিবিয়া। এই ম্যাচগুলোর প্রতি আকর্ষণ নেই কারওর। বিশ্বকাপ প্রতি চার বছর অনুষ্ঠিত হয়। আর এর ফলে উৎসাহ-উদ্দীপনা বাড়ে। প্রথম দিকে ভারত যদি ইংল্যান্ড বা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম রাউন্ডে খেলত, তাহলে আকর্ষণ বাড়ত।''
বিশ্বকাপের সূচি নিয়ে অশ্বিন ফিরে যাচ্ছেন ফেলে আসা সময়ে। ইউটিউবে তিনি বলেছেন, ''১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ সালে যখন আমি স্কুলে পড়তাম, বিশ্বকাপ প্রতি চার বছরে একবার করে আসত। আমরা বিশ্বকাপের কার্ড সংগ্রহ করতাম, সূচি প্রিন্ট করতাম এবং প্রতীক্ষায় থাকতাম। স্বাভাবিক ভাবেই জন্মাত আগ্রহ।''
টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাবের পর থেকে ওয়ানডে ফরম্যাটের কৌলীন্য কমছে। অশ্বিন মনে করেন, টি-টোয়েন্টির এই যুগে ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে অবলুপ্তির পথে হাঁটা লাগাবে। টেস্ট ফরম্যাট থেকে যাবে। অশ্বিন বলছেন, ''২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডের ভবিষ্যৎ কী সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। আমি এ নিয়ে খুবই উদ্বিগ্ন।''
রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রায় এক দশক পরে ঘরোয়া টুর্নামেন্ট খেলছেন। তাঁদের দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্তের মাঠে ভিড় জমছে। কিন্তু দুই তারকা ক্রিকেটার অবসর নিলে কী হবে? অশ্বিন বলছেন, ''বিজয় হাজারে ট্রফিতে ফিরে এসেছে রোহিত ও বিরাট। ভক্তরাও খেলা দেখতে শুরু করেছেন। আমরা সবাই জানি ব্যক্তিবিশেষের থেকে খেলাটা অনেক বড়। বিজয় হাজারে ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্ট ভক্তরা দেখেন না। কিন্তু কোহলি-রোহিত খেলার পর থেকেই ঘরোয়া টুর্নামেন্টের প্রতি আগ্রহ বাড়ছে।''
